বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ ১ জ্যৈষ্ঠ ১৪৩২
১ গোলে এগিয়ে বিরতিতে জার্মানি
Published : Wednesday, 23 November, 2022 at 6:00 AM, Update: 23.11.2022 8:10:56 PM, Count : 207

বর্তমান ডেস্ক: ৪ বছর আগে রাশিয়া বিশ্বকাপের স্মৃতি ভুলে নতুনভাবেই কাতার বিশ্বকাপ শুরু করতে চেয়েছিলো জার্মানি। নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নেমে নিজেদের প্রমাণ করার ঝলকও দেখিয়েছে জার্মানরা। ইল্কায় গুন্ডোগানের পেনাল্টিতে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গ্রুপ-ই'তে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে জার্মানি। খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করে জার্মানরা। অধিকাংশ সময় বলের দখল থেকেছে জার্মানদের পায়েই।


একের পর এক আক্রমণ করতে জাপানের রক্ষণকে সারাক্ষণই তটস্থ রেখেছে মুলার-হাভার্টজরা।

জার্মানির টানা আক্রমণের তোড় সামলে আক্রমণেই উঠতে পারেনি জাপান। আক্রমণে উঠলেও জার্মানির গোলমুখে শটই নিতে পারেনি জাপানিরা।

ম্যাচের মাত্র ৮ মিনিটেই অবশ্য জার্মানির জালে একবার বল জড়িয়েছিলো জাপান। তবে অফসাইডের কারণে বাতিল হয়েছে সেটিও।

এদিকে মুহুর্মুহু আক্রমণ করতে থাকা জার্মানি ম্যাচের ২০ মিনিটে গোল পেতে পেতেও পায়নি। গুন্ডোগানের শট ফিরে আসে বারপোস্টে লেগে। এর ঠিক আট মিনিট পরেই আরেকবার গোলবঞ্চিত হয়েছে গুন্ডোগান। এবার তাকে আটকে দেন জাপান গোলরক্ষক শুইচি গন্দা।

ম্যাচের ৩৩ মিনিটে গিয়ে গোলের দেখা পায় জার্মানি। জাপান গোলরক্ষক ডি-বক্সের ভেতর ডেভিড রাউমকে ফেলে দিলে রেফারই পেনাল্টি দেন জার্মানিকে। সেই পেনাল্টি থেকে জার্মানদের এগিয়ে নিতে একটুও ভুল করেননি গুন্ডোগান।

বিরতির দুই মিনিট আগে আরও একবার জাপানের জালে বল জড়িয়েছিলো জার্মানি। তবে কাই হাভার্টজের গোলটি বাতিল হয় অফসাইডের খাতায় পড়ে। শেষমেশ পেনাল্টি থেকে পাওয়া গোলের লিড নিয়েই বিরতিতে যায় জার্মানরা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com