শিরোনাম: |
জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ শুরু জাপানের
|
![]() এলকেয় গুন্দোগানের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল জার্মানি। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জাপান। ৭৫তম মিনিটে রিৎসু দোয়ান গোল করে জাপানকে সমতায় ফেরান। ৮২তম মিনিটে দ্বিতীয় গোল দিয়ে এগিয়ে গেলো জাপান। ইতাকুনার লং পাস ডান দিকে আসে তাকুমা আসানো পায়ে। একজনকে কাটিয়ে ডুকে যান ডি বক্সে। এরপর নিখুঁত শটে আসানো লক্ষ্যভেদ করেন। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান। |