শিরোনাম: |
দলের অন্য ফুটবলাররাও নেইমারের লেভেলে যাচ্ছে: তিতে
|
![]() ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ তিতে জানান, নেইমারকে ব্রাজিল দল মিস করেছে এবং নেইমারের স্কিল অন্য যে কোন ফুটবলারের চেয়েও আলাদা। তবে দলের বাকি ফুটবলাররাও নেইমারের লেভেলে যাচ্ছে বলে মনে করেন তিনি। ব্রাজিলের কোচ তিতের সাথে সুর মিলিয়ে দলের ডিফেন্ডার মার্কুইনহস জানান, নেইমার এমন একজন ফুটবলার যিনি কঠিন মুহূর্তে দায়িত্ব নিয়ে সুযোগ তৈরি করতে পারে। তিনি বলেন, আমরা জানি নেইমার একজন গ্রেট খেলোয়াড়। সে পার্থক্য গড়ে দিতে পারে। কঠিন মুহূর্তে সে দায়িত্ব নেয় এবং সুযোগ তৈরি করে। |