শিরোনাম: |
‘লগে আছি ডটকম’ এর এমডি গ্রেফতার!
|
![]() সোমবার (২৮ নভেম্বর) ইউটিউবে ধারাবাহিকটির নতুন পর্ব উন্মুক্ত হবে। এই পর্বে ‘লগে আছি ডটকম’র এমডি মুসাফির সৈয়দ বাচ্চু গ্রেপ্তার হন। বিকেলে সোশ্যাল মিডিয়ায় ওই দৃশ্যটি প্রকাশ করে দর্শকদের টুইস্ট দেন অমি। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, এই নাটকে এলাকার সবার প্রিয় বড় ভাই বাচ্চু ‘লগে আছি ডটকম’ থেকে কোটি কোটি টাকার অর্ডার নেয়। কিন্তু ঠিকঠাক ডেলিভারি না দেওয়ায় পাবলিক তার বিরুদ্ধে মামলা করে। যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, ‘লগে আছি ডটকম’-এ শুভ ও হাবু অনেক টাকা বিনিয়োগ করে। তবে দিনশেষে তারা বিরাট ধরা খায়। শেষ পর্যন্ত কি ঘটে, সেটি জানতে হলে নাটকটি দেখতে হবে। উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মারজুক রাসেল ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, চাষী আলম, সাবিলা নূর, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পারসা ইভানা, পাভেল প্রমুখ। |