বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
এখন পর্যন্ত দ্বিতীয় রাউন্ড নিশ্চিত যাদের
Published : Tuesday, 29 November, 2022 at 6:00 AM, Count : 157

বর্তমান ডেস্ক: কাতারে জমে উঠেছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। ৩২ দলের এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড শেষ। গ্রুপ পর্বে আর ১৬টি ম্যাচ বাকি। তবে এরই মাঝে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে তিনটি দেশ। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। বিগত বেশ কয়েক বিশ্বকাপ ধরেই আগের টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের পরের আসরের গ্রুপ পর্বেই বাদ পড়ার রীতিতেও ছেদ ফেলেছে তারা।

ফ্রান্সের পর সোমবার রাতে কাতার বিশ্বকাপের দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এছাড়া সমীকরণের হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের লক্ষ্যে খুব ভালোভাবেই এগিয়ে আছে ইংল্যান্ড ও স্পেন।

তিনটি দল যেমন দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে, তেমনই দুটি দল এরই মধ্যে আসর থেকে বিদায় নিয়েছে। যেখানে দুই ম্যাচের দুটিতেই হেরে সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে স্বাগতিক কাতার। স্বাগতিক দেশ হিসেবে নিজেদের প্রথম ম্যাচে হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়েছে তারা।

এর পাশাপাশি দারুণ পারফরম্যান্স করেও এফ গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে কানাডার। বাকি ২৭টি দল এখনো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার দৌড়ে আছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com