শিরোনাম: |
এখন পর্যন্ত দ্বিতীয় রাউন্ড নিশ্চিত যাদের
|
![]() ফ্রান্সের পর সোমবার রাতে কাতার বিশ্বকাপের দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এছাড়া সমীকরণের হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের লক্ষ্যে খুব ভালোভাবেই এগিয়ে আছে ইংল্যান্ড ও স্পেন। তিনটি দল যেমন দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে, তেমনই দুটি দল এরই মধ্যে আসর থেকে বিদায় নিয়েছে। যেখানে দুই ম্যাচের দুটিতেই হেরে সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে স্বাগতিক কাতার। স্বাগতিক দেশ হিসেবে নিজেদের প্রথম ম্যাচে হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়েছে তারা। এর পাশাপাশি দারুণ পারফরম্যান্স করেও এফ গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে কানাডার। বাকি ২৭টি দল এখনো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার দৌড়ে আছে। |