বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
মা হওয়ার পর প্রথম ক্যামেরার সামনে আলিয়া
Published : Tuesday, 29 November, 2022 at 6:00 AM, Count : 187

বর্তমান ডেস্ক: ২৩ দিন হল তাদের জীবনে এসেছে নতুন সদস্য। ৬ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গত ২৩ দিন এক মুহূর্তের জন্যও ক্যামেরার সামনে ধরা দেননি নায়িকা। বাবা রণবীর কাপুরকে লেন্সবন্দি করেছিলেন আলোকচিত্রীরা। কিন্তু হাসপাতাল থেকে ফেরার পর আর দেখা যায়নি নতুন মা-কে। অবশেষে তিনি দর্শন দিলেন।

গতকাল ‘২৮ নভেম্বর) বোন শাহিন ভাটের জন্মদিন ছিল। এই বিশেষ দিনে বোন আসবেন না, তাও কি কখনও হয়? মা সোনি রাজদানের সঙ্গে দেখা দিলেন আলিয়া। হালকা নীল রঙের জিন্‌স সঙ্গে কালো টি-শার্ট, উপরে শ্রাগ—একদম সাধারণ লুকে ধরা দিলেন নায়িকা।

এখন পুরো সময় কেটে যাচ্ছে ছোট্ট রাহাকে নিয়েই। সেই ছাপ তার চোখেমুখে স্পষ্ট। আলিয়াকে সামনে পেয়ে পাপারাৎজি়রা উৎফুল্ল। তাদের মধ্যে একজন আলিয়াকে শুভেচ্ছা জানিয়ে বললেন, ‘মেয়ের নামটা ভাল।’ উত্তরে আলিয়া হেসে বললেন, ‘খুব ভাল।’

ব্যস্ততা থাকলেও জীবনের এই নতুন অধ্যায়ে যে নায়িকা বড়ই খুশি, আলিয়ার মুখ দেখে সেটাই বোঝা যাচ্ছিলো। তবে এত দিন পর নায়িকাকে সামনে পেয়ে খুশি সকলেই। ভরিয়ে দিয়েছেন ভালবাসায়। আপাতত আলিয়া-রণবীরের মেয়েকে একঝলক দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

শেষ ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়াকে দেখেছিলেন দর্শক। এর পর কর্ণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে রণবীর সিংহর সঙ্গে দ্বিতীয় বার (‘গালি বয়’-এর পর) জুটি বাঁধতে দেখা যাবে নায়িকাকে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com