বৃহস্পতিবার ১ মে ২০২৫ ১৮ বৈশাখ ১৪৩২
প্রথমবার ওয়েব সিরিজে অঙ্কুশ
Published : Sunday, 11 December, 2022 at 6:00 AM, Count : 167

বর্তমান ডেস্ক: বড়পর্দার জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা। একের পর এক হিট সিনেমা দিয়ে তিনি এখন টলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থাও খুলেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অঙ্কুশ ছোটপর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

ভক্তরা তাকে ছোটপর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষাও করছেন। অঙ্কুশ নিজেও বলেছিলেন যে ভাল গল্প পেলেই তিনি রাজি হয়ে যাবেন। অবশেষে হলো তেমনটাই। বড় পর্দা ছেড়ে এবার ওটিটির সিরিজে অঙ্কুশ হাজরা।
পরিচালক নির্ঝর মিত্রের নতুন সিরিজ ‘শিকারপুর’। যে সিরিজে রোমাঞ্চ আর টানটান উত্তেজনা থাকতে যাচ্ছে। গল্পে রয়েছে গ্রামের চুমকি আর কেষ্টর প্রেমও। কেষ্টর চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে৷ চুমকি হলেন সন্দীপ্তা সেন৷ নায়িকার বাবার চরিত্রে দর্শক দেখবেন কৌশিক গঙ্গোপাধ্যায়কে।

এ বিষয়ে অঙ্কুশ বলেছেন, “বেশ অনেকগুলো চিত্রনাট্য এসেছিল।  কিন্তু কিছুতেই মনের মতো পাচ্ছিলাম না। তারপর নির্ঝর এই গল্পটা শোনায়। আর না বলিনি। এমন একটা কেষ্টরই তো খোঁজ ছিল আমার। ”

নায়িকা সন্দীপ্তা জানায়, “এমন গল্পে না কেন বলব? নির্ঝরের এত পরিষ্কার মাথা! নতুন, কিন্তু কাজ করে আমি খুবই খুশি। ” শুধু অঙ্কুশ নয়, একঝাঁক টলিউড তারকা এবার আসতে চলেছেন মুঠোফোনের নাগালে। ওটিটি’তে তাঁদের দেখার অপেক্ষায় দর্শকরা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com