মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
আমাদের বিচ্ছেদ হয়ে গেছে দুই বছর আগে: মম
Published : Thursday, 29 December, 2022 at 6:00 AM, Count : 200

বর্তমান ডেস্ক: অভিনেত্রী জাকিয়া বারী মম ও নির্মাতা শিহাব শাহীনের সংসার ভেঙেছে। তাদের বিয়ে ও সংসার ভাঙা নিয়ে বেশ লুকোচুরি করেছেন। মম-শিহাবের বিয়ের খবর বিয়ের ঠিক চার বছর পর সবাইকে জানিয়েছিলেন। আবার সংসার ভাঙার দুই বছর পর তা প্রকাশ্যে এসেছে। জানা গেছে, ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি ফেসবুকে প্রকাশ করার পর মম-শিহাব শাহীনের বিয়ের খবর সবাই জানতে পারে। ঠিক এর দুই বছর পর অর্থাৎ ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের সংসার ভেঙে যায়। এরপর আজ গণমাধ্যমকে তারা বিবাহবিচ্ছেদের কথা জানান।

বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মম বলেন, ‘শিহাব শাহীন আমাকে ডিভোর্স দিয়েছেন, এটা সত্য। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে আরও দুই বছর আগে।’

মম বলেন, ‘অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে। অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভনিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।’

নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘আমি আসলে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না। কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করে যেতে চাই। তবে আমাদের ডিভোর্স হয়ে গেছে।’

জাকিয়া বারী মম লাক্স–চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হয়ে শোবিজে কাজ শুরু করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিসেবে তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করে অর্জন করেন জাতীশিহাব-মম’র বিচ্ছেদয় চলচ্চিত্র পুরস্কার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com