শুক্রবার ২ মে ২০২৫ ১৯ বৈশাখ ১৪৩২
৩০০ টাকায় দেখা যাবে মাশরাফি-ইমরুলের শিরোপা লড়াই
Published : Wednesday, 15 February, 2023 at 6:00 AM, Count : 164

বর্তমান ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে এলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আগামীকাল বৃহস্পতিবার সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। ইতোমধ্যেই ফাইনালে টিকিটের সর্বোচ্চ মূল্য দুই হাজার টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শিরোপা নির্ধারণী ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা। অন্তত ৩শ টাকা খরচ করলেই বিপিএলের শ্রেষ্ঠত্বের মুকুট কে পড়বে সেটি মাঠে বসেই দেখতে পারবে ক্রিকেটপ্রেমীরা। টিকিটের সর্বোচ্চ মূল্য ২০০০ টাকা। সর্বোচ্চ মূল্যে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা, ক্লাব হাউসের মূল্য ৮০০ টাকা, নর্থ ও সাউথ স্ট্যান্ডের মূল্য ৪০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল থেকে ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। টিকিট পাওয়া যাবে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট টিকিট কাউন্টারে। ফাইনাল খেলার আগে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ব্যান্ড শিল্পী জেমসসহ বেশ কয়েকজন তারকারা কনসার্টে পারফর্ম করবে বলে আশা করা হচ্ছে। ফাইনাল ম্যাচের টিকিট দিয়েই কনসার্ট উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com