শিরোনাম: |
এক গালে থাপ্পড় মারলে সত্যিই কী বিয়ে হয় না?
|
![]() তেমন ঘটনা ঘটলে বিভিন্ন রকমের বিপদের কারণ হতে পারে। তাই এক গালে থাপ্পড় মারা কোনো ভাবেই উচিৎ হবে না। পাশাপাশি, একগালে থাপ্পড় মারলে মুখে হঠাৎ করে দাগ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে রক্ত জমে বিপদ হয়ে যেতে পারে। এছাড়া, একগালে থাপ্পড় মারলে ঘটে যেতে পারে বেশ কয়েকটি বিপদ। এমনকি, মৃত্যুও হতে পারে। তবে তার মানে এই নয় যে, দুই গালে থাপ্পড় মারতে হবে। মোট কথা হলো, গালে থাপ্পড় মারা সহ সব ধরণের মারামারি থেকে বিরত থাকুন। |