বৃহস্পতিবার ১ মে ২০২৫ ১৮ বৈশাখ ১৪৩২
এক গালে থাপ্পড় মারলে সত্যিই কী বিয়ে হয় না?
Published : Wednesday, 15 February, 2023 at 6:00 AM, Count : 175

বর্তমান ডেস্ক: এক গালে থাপ্পড় মারলে বিয়ে হয় না। একথা জীবনে কম বেশি আমরা সবাই শুনেছি। আবার কখনো কখনো এ কথার সুযোগ নিয়ে অন্য গালেও চড় দিতে দেখা যায়। কখনো কী ভেবে দেখেছেন এ কথাটা আসলে কতটুকু সত্যি? অনেকের মতো এটা মোটেও সত্যি নয়। আবার কেউ কেউ মনে করেন এটা এক ধরণের কুসংস্কার। তবে কিছু কিছু ক্ষেত্রে এ কুসংস্কার মোটেও মিথ্যে নয়। তার পক্ষেও বিভিন্ন যুক্তি আছে। চলুন তবে জেনে নেই যাক কী সেই যুক্তি। সেই যুক্তি হলো, থাপ্পড় মারার সময় উত্তজেনাবশত যদি খুব জোরে লাগে তাহলে আচমকা গাল এক পাশে ঘুরে যেতে পারে। সেক্ষেত্রে থাইরয়েড গ্রন্থিতে চোট লাগতে পারে।

তেমন ঘটনা ঘটলে বিভিন্ন রকমের বিপদের কারণ হতে পারে। তাই এক গালে থাপ্পড় মারা কোনো ভাবেই উচিৎ হবে না। পাশাপাশি, একগালে থাপ্পড় মারলে মুখে হঠাৎ করে দাগ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে রক্ত জমে বিপদ হয়ে যেতে পারে।

এছাড়া, একগালে থাপ্পড় মারলে ঘটে যেতে পারে বেশ কয়েকটি বিপদ। এমনকি, মৃত্যুও হতে পারে। তবে তার মানে এই নয় যে, দুই গালে থাপ্পড় মারতে হবে। মোট কথা হলো, গালে থাপ্পড় মারা সহ সব ধরণের মারামারি থেকে বিরত থাকুন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com