শিরোনাম: |
মেসিকে বার্সেলোনায় ফেরানোর ইঙ্গিত দিলেন জাভি হার্নান্দেজ
|
![]() এদিকে, কয়েকদিন ধরে গুঞ্জন চলছে আবারও পুরানো ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন স্বয়ং বার্সা কোচ ও মেসির সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ। কাতালান কোচ জানান, বার্সার দরজা মেসির জন্য সবসময় খোলা। অবশ্য মেসির এই সতীর্থ বার্সার দায়িত্ব নেওয়ার পর থেকেই দলে চাইছেন আর্জেন্টাইন তারকাকে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচের আগে মেসি প্রসঙ্গে বার্সা কোচ বলেন, এটা (বার্সেলোনা) তার বাড়ি। যার দরজা সবসময় তার জন্য খোলা। এতে কোনো সন্দেহ নেই। সে আমার বন্ধু। তবে তার প্রত্যাবর্তন অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করছে। সে কি চায় কিংবা ক্লাবেরই বা চাওয়া কি। সাবেক সতীর্থ সম্পর্কে জাভির মন্তব্য, নিঃসন্দেহে সে ইতিহাসের সেরা ফুটবলার। পিএসজির সঙ্গে মেসির চুক্তি প্রায় শেষের দিকে। চলতি বছরের জুনেই দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। বিশ্বকাপজয়ী অধিনায়কে দলে টানতে ইতিমধ্যে অনেক ক্লাব প্রস্তাব দিয়েছে। কিন্তু পিএসজিতে মেসির ভবিষ্যৎ অনিশ্চিত। তবে পুরোনো ক্লাব বার্সেলোনায় তার ফেরার সম্ভাবনাও একেবারেই ক্ষীণ। সম্প্রতি যেমনটি আভাস দিয়েছেন মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয় না সে বার্সেলোনায় ফিরবে। এমন কোনো শর্ত কিংবা সম্ভাবনা নেই। অদূর ভবিষ্যতে তার বার্সায় খেলার সম্ভাবনা কম। |