শিরোনাম: |
এই পাঁচ লক্ষণই প্রমাণ দেয় স্ত্রী আপনাকে কত ভালোবাসে
|
![]() আই লাভ ইউ: ভালোবাসার বিকল্প নেই। যুগে যুগে এই ভাষায় মানুষ মন প্রাণ দিয়ে এসেছেন। তাই তো প্রণয়ের জন্য মানুষ হন্যে হয়ে ঘুরতে থাকেন। কোথাও এক টুকরো মন পাওয়া গেলেই জীবন স্বার্থক হয়। তাই স্ত্রী যদি রোজ অন্তত একবার আপনাকে আই লাভ ইউ বলেন, তবে বুঝবেন তার প্রেম খাঁটি। আপনি নিশ্চিন্তে গোটা জীবন সম্পর্কের বাজি ধরতে পারেন, হারবেন না। আপনিই প্রথম: ভালোবাসার মানুষকে সকলেই অগ্রাধিকার দিয়ে থাকেন। তাদের ভালোবাসা, ভালোলাগা, চাওয়ার দিকে তখন নজর রাখা হয়। দেখুন তো আপনার স্ত্রীও তাই করেন কিনা। তিনি যদি নিজের পছন্দের বাইরে গিয়ে আপনার মত অনুযায়ী ভাবতে থাকেন, তবে বুঝবেন ভালোবাসা রয়েছে হৃদয়ে। এমন প্রেম অমর হয়। সারাজীবন এতে ঘুন ধরে না। আপনার স্বপ্নেই খুশি: প্রতিটি মানুষের নিজের নিজের স্বপ্ন থাকে। এমনকি নারীদের একান্ত আপন স্বপ্ন রয়েছে। কিন্তু কিছু সময় ভালোবাসার মাঝে পড়ে নিজের স্বপ্নকে প্রধান্য দেওয়া হয় না। তখন স্বামীর স্বপ্নকে আপন করে নেন স্ত্রী। এই ঘটনা আপনার সঙ্গে ঘটলে আপনি ভাগ্যবান। সম্মানই শেষ কথা: আজকাল সবাই সবার আগে থাকতে চান। এই পরিস্থিতিতে সম্মান দেওয়া তো দূর, ঝামেলাই রোজকার নিয়ম হয়ে দাঁড়ায়। এমনকি দাম্পত্য জীবনেও এই ঘটনা ঘটে অহরহ। তবে এই নিয়ে দুঃখ করে লাভ নেই। কিন্তু অপরদিকে এখনো এমন নারীর রয়েছেন যারা স্বামীকে সম্মান করেন। তাই স্ত্রী যদি আপনাকে সম্মান করেন, তাহলেই বুঝবেন সব ঠিকই রয়েছে। যত্ন করা: যত্ন করাটা নারীদের জিনে রয়েছে। তারা সব জিনিসই মোটামুটি যত্ন করে রাখতে পারেন। এমনকী ভালোবাসার মানুষের প্রতিও তারা যত্নশীল হন। তাই স্ত্রী আপনার যত্ন নিলে বুঝবেন তিনি ১০০ শতাংশ ভালোবাসেন। তার ভালোবাসায় ভেজাল নেই। তাই মনের ভিতর কোনো রাগ পুষে রাখবেন না। বরং এর প্রতিদানে তাকেও খুশিতে রাখার চেষ্টা করুন। কোনো অভিযোগ রাখবেন না। |