শিরোনাম: |
ভারতের পতন, র্যাংকিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া
|
![]() অস্ট্রেলিয়ার দেওয়া ২৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৪৮ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে আসে ১৭ বলে ৩০ রান। এ ছাড়া হার্দিক পান্ডিয়া ৪০, শুভমান গিল ৩৭ ও লোকেশ রাহুল ৩২ রান করে আউট হন। টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ ব্যাটার সূর্যকুমার যাদব এই ম্যাচেও ‘গোল্ডেন ডাক’ মেরেছেন। আগের দুই ম্যাচেও প্রথম বলে আউট হয়েছিলেন তিনি। সিরিজ জয়ের পুরস্কার হাতেনাতেই পেয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে টপকে অস্ট্রেলিয়াই এখন ওয়ানডের এক নম্বর দল। চেন্নাইয়ে জয়ের পর ১১৩.২৮ র্যাটিং পয়েন্ট নিয়ে আইসিসি র্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ১১২.৬৪ র্যাটিং নিয়ে দুইয়ে নেমে গেছে ভারত। গতকালের ম্যাচটি শুরুর আগে ভারতের র্যাটিং ছিল ১১৪ ও অস্ট্রেলিয়ার ছিল ১১২। র্যাংকিংয়ে অস্ট্রেলিয়া-ভারতের পরই রয়েছে নিউজিল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অবস্থান চারে। বাংলাদেশ আছে সাত নম্বরে। |