শুক্রবার ১৬ মে ২০২৫ ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ভারতের পতন, র‌্যাংকিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া
Published : Thursday, 23 March, 2023 at 6:00 AM, Count : 163

বর্তমান ডেস্ক: বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে হারলেও ওয়ানডেতে স্বাগতিক ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতকে ২১ রানে পরাজিত করেছে অজিরা। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন দলটি।

অস্ট্রেলিয়ার দেওয়া ২৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৪৮ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে আসে ১৭ বলে ৩০ রান। এ ছাড়া হার্দিক পান্ডিয়া ৪০, শুভমান গিল ৩৭ ও লোকেশ রাহুল ৩২ রান করে আউট হন। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটার সূর্যকুমার যাদব এই ম্যাচেও ‘গোল্ডেন ডাক’ মেরেছেন। আগের দুই ম্যাচেও প্রথম বলে আউট হয়েছিলেন তিনি। সিরিজ জয়ের পুরস্কার হাতেনাতেই পেয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে টপকে অস্ট্রেলিয়াই এখন ওয়ানডের এক নম্বর দল।

চেন্নাইয়ে জয়ের পর ১১৩.২৮ র‌্যাটিং পয়েন্ট নিয়ে আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ১১২.৬৪ র‌্যাটিং নিয়ে দুইয়ে নেমে গেছে ভারত। গতকালের ম্যাচটি শুরুর আগে ভারতের র‌্যাটিং ছিল ১১৪ ও অস্ট্রেলিয়ার ছিল ১১২। র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়া-ভারতের পরই রয়েছে নিউজিল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অবস্থান চারে। বাংলাদেশ আছে সাত নম্বরে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com