শিরোনাম: |
ইফতারে অনিবার্য ছোলা-বুট ভুনা রেসিপি
|
![]() প্রণালি: ছোলা সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। এতে ফুলে উঠবে। এরপর অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিন ভালো করে। এরপর প্যানে তেল গরম করে আদা ও রসুন বাটা দিন। একটু লালচে হয়ে ঘ্রাণ ছড়ালে পেঁয়াজকুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজকুচি নরম হয়ে এলে বাকি মসলা একে একে প্যানে দিয়ে সামান্য পানিসহ মসলা কষাতে থাকুন। মসলা কষানো হয়ে এলে এতে টমেটো-কুচি দিয়ে ভালো করে নেড়ে ছোলা ঢেলে দিন। ভালো করে মিশিয়ে নিন পুরো মসলার সঙ্গে। ঝোল শুকিয়ে মাখা মাখা হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। মাখা-মাখা হয়ে এলে ভালো করে নেড়ে দিন। এরপর এর উপরে ধনিয়াপাতা-কুচি ছিটিয়ে নামিয়ে নিন। |