বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ ১ জ্যৈষ্ঠ ১৪৩২
অবশেষে কথা রাখলেন মেসির বোন
Published : Saturday, 8 April, 2023 at 6:00 AM, Count : 188

বর্তমান ডেস্ক: কাতার ফুটবল বিশ্বকাপটি হয়তো আর্জেন্টিনার জন্যই বরাদ্দ ছিল। আর এজন্যই দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুঁচিয়ে জাদুর ট্রফি জয়ের স্বাদ পেয়েছে আলবিসেলেস্তারা। এ জয়ের পেছনে বড় ভূমিকা পালন করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার সেই বিশ্বকাপের ট্রফি জয় নিয়ে প্রতিজ্ঞা রক্ষা করলেন মেসির বোন মারিয়া সোল মেসি।

মেসিদের বিশ্বকাপ জয়ের প্রায় তিন মাস পেরিয়েছে। এরই মধ্যে অনেকেই তাদের প্রতিজ্ঞা সম্পন্ন করে ফেলেছেন। বাকি ছিলেন মেসির বোন। অবশেষে তিনিও রাখলেন তার প্রতিজ্ঞা। নিজের বাঁ হাতে ট্যাটু করিয়েছেন তিনি।

মেসিরা কাতার বিশ্বকাপে যখন লড়ছেন, তখন ভক্ত হিসেবে একটি প্রতিজ্ঞা করেছিলেন মারিয়া। ভাই বিশ্বকাপ ট্রফি জিতলে হাতে ট্যাটু করাবেন তিনি। মেসির বিশ্বকাপ জেতার পরের তিন মাস মারিয়ার সেই প্রতিজ্ঞার কোনও খোঁজ পাওয়া যায়নি। হয়তো বিশ্বকাপ জেতার ঘোরেই কেটে গেছে সময়টা।

অবশেষে শুক্রবার রক্ষা করলেন প্রতিজ্ঞা। নিজের বাঁহাতের বাহুর কাছাকাছি জায়গায় বিশ্বকাপ ট্রফির একটা ট্যাটু আঁকিয়েছেন মারিয়া।
 
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ট্যাটুর ছবি পোস্ট করেছেন ২৯ বছরের মারিয়া সোল মেসি। যেখানে তিনি লিখেছেন, “প্রতিজ্ঞা রক্ষা করা হল।”

ফ্যাশন দুনিয়ায় কাজ করা মারিয়া বিশ্বকাপ ট্রফির ট্যাটুর নিচে শিরোপা জয়ের দিন–তারিখও লিখিয়ে নিয়েছেন। মারিয়ার হাতের এই ট্যাটুটি করেছেন শিল্পী ম্যাক্সি কারেরাস। এই শিল্পী এর আগে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর বেশ কিছু ট্যাটু করে দিয়েছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com