শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ৩ ফাল্গুন ১৪৩১
ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
Published : Tuesday, 12 December, 2023 at 6:00 AM, Count : 185

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) এর উদ্যোগে এজেন্ট ব্যাংকিং প্রশিক্ষকদের নিয়ে প্রফেশনাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ট্রেইনার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি ১১ ডিসেম্বর ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। 


এতে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

মূল বিষয়ের ওপর আলোচনা করেন বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (বিপিএটিসি) এর প্রাক্তন পরিচালক ড. মো. শফিকুল হক।


এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো.  মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নেয়ামত উল্লাহ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ।

আইবিটিআরএর প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মো. মাহফুজুল করিম।


অনুষ্ঠানে ৩৫০ জন শাখাপ্রধান অংশগ্রহণ করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]