বৃহস্পতিবার ১ মে ২০২৫ ১৮ বৈশাখ ১৪৩২
অত্যাধুনিক প্রযুক্তিতে প্রবেশের পথে ডিএসই
Published : Wednesday, 10 January, 2024 at 6:00 AM, Count : 243

ঢাকা স্টক এক্সচেঞ্জ অটোমেটিক ও নিরবিচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে গত ১২ নভেম্বর ২০২৩ তারিখে নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ১০৬ রেক সম্বলিত অতাধুনিক নতুন ডাটা সেন্টার চালু করা হয়েছে৷ চালুর পর থেকেই নতুন ডেটা সেন্টারের মাধ্যমে ট্রেডিং কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে৷ এর বাইরেও ডিএসই কাওরান বাজারের আব্দুল মোনায়েম বিজনেস ডিস্ট্রিক্টে নিয়ার ডিজাস্টার রিকোভারি (এনডিআর) সেন্টারের অবকাঠামো তৈরী করেছে৷

বুধবার (১০ জানুয়ারি) ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে ডিএসই’র পরিচালনা পর্ষদ আব্দুল মোনায়েম বিজনেস ডিস্ট্রিক্টে অবস্থিত নিয়ার ডিজাস্টার রিকোভারি সেন্টারের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এসময় তার সাথে ছিলেন ডিএসই’র পরিচালক রুবাবা দৌলা, ব্যবস্থাপনা পরিচারক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ-সহ আইসিটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এসময় তিনি এনডিআর এর কাজ দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে ডিএসই’র এনডিআর স্থাপন একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে৷ এনডিআর প্রযুক্তিগত দূর্ঘটনা হতে ডিএসইর ট্রেডিং সিস্টেমের তথ্যগুলো সুরক্ষিত রাখবে৷ ডিজাস্টার রিকোভারি সেন্টার এবং নিয়ার ডিজাস্টার রিকোভারি সেন্টার স্থাপনের মাধ্যমে ডিএসই অত্যাধুনিক প্রযুক্তিতে প্রবেশ করবে এবং ট্রেডিং প্লাটফর্ম আরও বেশি সুরক্ষিত হবে৷



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com