বুধবার ৬ নভেম্বর ২০২৪ ২০ কার্তিক ১৪৩১
কুবিতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার আয়োজন
Published : Tuesday, 29 October, 2024 at 6:00 AM, Count : 187

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে এই আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের উপস্থিতিতে সকাল ৯ টা থেকে শুরু হওয়া ডায়াবেটিস পরীক্ষা দুপুর ১২ টায় শেষ হয়। এতে মোট ২০০ জনের পরীক্ষা করা হয় বলে নিশ্চিত করেছেন আয়োজক মারিয়াম আক্তার শিল্পী।

মারিয়াম আক্তার শিল্পী বলেন, 'আমরা সকাল ৯টায় আমাদের কার্যক্রম শুরু করেছিলাম। আমরা ২০০টি কিট নিয়েছিলাম আজকের জন্য কিন্তু আসলে পরীক্ষা করতে এতো মানুষ আগ্রহ দেখাবে তা ভাবতে পারি নি। দুপুর ১২টায়ই আমাদের কিট শেষ হয়ে গিয়েছে। আমরা আগামীতে আরও বেশি কিট নিয়ে আয়োজন করার চেষ্টা করবো।'

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল আয়োজন নিয়ে বলেন, 'এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এর ফলে শিক্ষার্থীরা যেমন স্বাস্থ্যসেবা পাবে তেমনিই এরকম জনস্বার্থসম্পন্ন কাজে আগ্রহ পাবে।'

এই আয়োজনের বিষয় লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি শারমিন আক্তার কেয়া বলেন, 'আমাদের এই অক্টোবর মাস জুড়ে জনসাধারণের স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা আজ তারই অংশ হিসেবে ডায়াবেটিস ক্যাম্পের আয়োজন করেছি। পাশাপাশি আগামী ৩০ তারিখেই আমরা আরেকটি চক্ষু পরীক্ষার আয়োজন করতে যাচ্ছি। আশা করি আজকের মতোই সেই আয়োজনটিও আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো।'



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft