শিরোনাম: |
শেষবারের মতো ফুটবল ফেডারেশনে জাকারিয়া পিন্টু
|
![]() জাকারিয়া পিন্টুর ছেলে তানভীর জানান স্বাধীন বাংলা ফুটবল দলের স্বীকৃতি সবসময় চেয়েছে তারা বাবা। সেটা যেনো পূরণ করা হয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান নির্বাহী কমিটির সবার সাথে আলোচনা করে সে ব্যপারে চেষ্টা করবেন তারা। রোব বার সন্ধ্যায় অসুস্থ পড়েন জাকারিয়া পিন্টু। ভর্তি করা হয় হাসপাতালে। ধরা পড়ে বিভিন্ন জটিলতা। সোমবার না ফেরার দেশে পাড়ি জামান সাবেক এই ফুটবলার। দেশের ফুটবলের এই রত্নকে বিদায় জানাতে প্রিয় ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেই উপস্থিত হন সতীর্থ, ক্রীড়া সংগঠক থেকে শুরু করে তার ভক্তরা। ক্লাব, বিভিন্ন ফেডারেশন, অলিম্পিক এসোসিয়েশন, সাবেক খেলোয়াড়দের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। বিদায় বেলায় তার স্মৃতীচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন সতীর্থ-ভক্তরা। পিন্টুর স্মরণে শোকসভার পর আলোচনা সাপেক্ষে বিশেষ সম্মাননায় আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়ার কথা জানান মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ। যোহরের নামাজের পর প্রেস ক্লাবেও নামাজে জানাজা অনুষ্ঠিত হয় পিন্টুর। সেখানে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাদ আসর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সম্পন্ন হয় দাফন। |