বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
শেষবারের মতো ফুটবল ফেডারেশনে জাকারিয়া পিন্টু
Published : Tuesday, 19 November, 2024 at 6:00 AM, Count : 210

বর্তমান ডেস্ক: শেষবারের মতো ফুটবল ফেডারেশনে আসলেন জাকারিয়া পিন্টু। অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় নামাজে জানাজা। তার আগে তাঁর প্রিয় ক্লাব মোহামেডানে অনুষ্ঠিত হয় প্রথম জানানা। দেওয়া গার্ড অব অনার। ফুটবল ফেডারেশন প্রাঙ্গণে পিন্টুর মরদেহ আনা হলে তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনেক আগে থেকে এসে হাজির হন ফুটবল অঙ্গনের মানুষ। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাফুফের পক্ষ থেকে। 

জাকারিয়া পিন্টুর ছেলে তানভীর জানান স্বাধীন বাংলা ফুটবল দলের স্বীকৃতি সবসময় চেয়েছে তারা বাবা। সেটা যেনো পূরণ করা হয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান নির্বাহী কমিটির সবার সাথে আলোচনা করে সে ব্যপারে চেষ্টা করবেন তারা।

রোব বার সন্ধ্যায় অসুস্থ পড়েন জাকারিয়া পিন্টু। ভর্তি করা হয় হাসপাতালে। ধরা পড়ে বিভিন্ন জটিলতা। সোমবার না ফেরার দেশে পাড়ি জামান সাবেক এই ফুটবলার। 

দেশের ফুটবলের এই রত্নকে বিদায় জানাতে প্রিয় ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেই উপস্থিত হন সতীর্থ, ক্রীড়া সংগঠক থেকে শুরু করে তার ভক্তরা। ক্লাব, বিভিন্ন ফেডারেশন, অলিম্পিক এসোসিয়েশন, সাবেক খেলোয়াড়দের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। বিদায় বেলায় তার স্মৃতীচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন সতীর্থ-ভক্তরা। 


পিন্টুর স্মরণে শোকসভার পর আলোচনা সাপেক্ষে বিশেষ সম্মাননায় আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়ার কথা জানান মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ। যোহরের নামাজের পর প্রেস ক্লাবেও নামাজে জানাজা অনুষ্ঠিত হয় পিন্টুর। সেখানে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাদ আসর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সম্পন্ন হয় দাফন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com