শিরোনাম: |
ব্যালন ডি’অর প্রাপ্য ছিল রিয়ালের একজনের, বিশ্বাস ফ্লোরেন্তিনো পেরেজের
|
বর্তমান ডেস্ক: ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা হয়েছে প্রায় এক মাস হতে চলেছে। তবে রিয়াল মাদ্রিদ শিবিরে বিষয়টি নিয়ে আক্ষেপটা এখনও রয়ে গেছে। প্রায় নিশ্চিতভাবে জিততে যাওয়া বর্ষসেরার এই খেতাব যেভাবে হাতছাড়া হয়েছে দলটির তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের, সেটা মেনে নিতে পারছেন না রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তার দাবি, এই বছর রদ্রি কোনোভাবেই ব্যালন ডি’অর জয়ের যোগ্য ছিলেন না।
এই বছরের ব্যালন ডি’অরের লড়াইটা ক্লাব ফুটবলের গত মৌসুম শেষ হতেই আবর্তিত হয় ভিনিসিয়ুস ও রদ্রির মধ্যে। রিয়ালকে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ব্রাজিলিয়ান তারকা পার করেন তার ক্যারিয়ারের সেরা মৌসুম। আর ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ জেতা রদ্রি লড়াইয়ে এগিয়ে যান মূলত স্পেনকে ইউরো ২০২৪ জিতে। তবে একদম শেষ সময় পর্যন্ত ভিনিসিয়ুসকেই ফেভারিট ধরা হচ্ছিল। তবে নাটকীয়ভাবে অল্প ভোটের ব্যবধানে হেরে যান প্রতিভাবান এই ফুটবলার। ক্ষিপ্ত হয়ে এরপর ব্যালন ডি’অরই বয়কট করে রিয়াল। গত রোববার ক্লাবটির বার্ষিক অনুষ্ঠানে পেরেজ তুলে আনেন রদ্রির ভিনিসিয়ুসকে পেছনে ফেলার বিষয়টি। “এবারের ব্যালন ডি'অর ছিল ফ্রান্স ফুটবলের সাথে ইতিহাসে প্রথমবারের মতো ইউয়েফা আয়োজিত একটি ইভেন্ট। আমি বলতে চাই, রদ্রি একজন দুর্দান্ত ফুটবলার এবং তিনি মাদ্রিদেরও বাসিন্দা। তার প্রতি আমাদের স্নেহ আছে। তিনি ব্যালন ডি'অর জেতার যোগ্য ছিলেন, তবে এ বছর নয়, গত বছর। এবার এটা একজন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়ের প্রাপ্য ছিল।” রিয়াল মাদ্রিদের একজন বলতে অবশ্য মূলত ভিনিসিয়ুসকে বোঝালেও পেরেজ এখানে টেনে আনতে চেয়েছেন দানি কারভাহালকেও। ভোটে শীর্ষ পাঁচে থাকা অভিজ্ঞ এই ডিফেন্ডার ক্লাবের হয়ে দুটি শিরোপার জেতার পর স্পেনের জার্সিতে পান ইউরো জয়ের স্বাদ। এর আগেও খবরে এসেছে যে, রিয়াল নাকি বিশ্বাস করে যে ভিনিসিয়ুস না হলেও অন্তত কারভাহালেরই উচিত ছিল ছিল খেতাবটি জেতার। |