শিরোনাম: |
চাঁদপুরে জাহাজ থেকে ৫ মরদেহ উদ্ধার
|
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামে একটি জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে ওই জাহাজটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে। চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল জাহাজটি।
খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ। তবে এটি ডাকাতির ঘটনা নয় বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে চাঁদপুর কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক বলেছেন, হাইমচর উপজেলার মেঘনার ইশানবালা এলাকায় মালবাহী কার্গো এমভি আল-বাখেরা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, নিহত ৫ জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করা হয়েছে। |