বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
পাচারের টাকার সন্ধানে বিদেশি নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
Published : Sunday, 26 January, 2025 at 6:00 AM, Count : 237

বর্তমান প্রতিবেদক: দেশের ব্যাংক খাত থেকে ১৭ বিলিয়ন ডলার (১ হাজার ৭০০ কোটি ডলার) পাচারের ঘটনা তদন্ত করতে কেন্দ্রীয় ব্যাংক বিশ্বখ্যাত তিনটি অডিট প্রতিষ্ঠান ইওয়াই, ডেলয়েট এবং কেপিএমজিকে নিয়োগ দিয়েছে। অভিযোগ রয়েছে, এই অর্থ পাচারের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা জড়িত।  

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ফিন্যান্সিয়াল টাইমস দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।

গভর্নর জানান, লোপাট হওয়া অর্থের উৎস শনাক্ত এবং পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগে ১১টি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ।  

বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে ইওয়াই এবং ডেলয়েটের সঙ্গে যোগাযোগ করলেও তারা কর্মঘণ্টার পরে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে, ই-মেইলের মাধ্যমে কেপিএমজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।  

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের সময় আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি জানান, দেশের ১০টি বড় কোম্পানি এবং শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com