বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
সাংবাদিকদের খোঁজ-খবর নেওয়ার মানুষের বড়ই অভাব: রহমতুল্লাহ
Published : Monday, 24 February, 2025 at 6:00 AM, Count : 172

মামুন-অর-রশিদ, বরিশাল ব্যুরো: গণমাধ্যমকর্মীরা সকল মানুষের খোঁজ খবর নেয়। সুখ দুঃখ কিংবা ভালো মন্দের খবর লিখেন। কিন্তু তাদের পাশে থেকে কেউ খোঁজ নেয় না। রাজনৈতিক নেতা কর্মীদের উচিৎ গণমাধ্যমকর্মীদের খোঁজ নেয়া। গণমাধ্যের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না। গণতান্ত্রিক একটি দেশে গণমাধ্যমের স্বাধীনতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ২৪ ফেব্রুয়ারি বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বক্তব্যের বিষয়টি সকলেই অবগত রয়েছেন। দলের নাম ভাঙ্গিয়ে অপরাধমূলক কার্যক্রম করলে ছাড় দেয়া হবে না। তিনি দেশের সকল বিএনপি নেতার কার্যক্রম সম্পর্কে খোঁজ রাখছেন। তাছাড়া দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উন্নত দেশে বসবাস করায় সেই দেশের নানা নিয়ম ও কার্যক্রম কিভাবে দেশে চালু করা যায় বিষয়গুলো নিয়ে আগে থেকেই দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে আসছেন। বর্তমান প্রেক্ষাপটে দল যদি মনে আমাকে কোন আসনে মনোনীত করবে- তাহলে অবশ্যই নির্বাচনে প্রার্থী হয়ে অংশগ্রহণ করবো।

বিআরইউ সভাপতি আনিসুর রহমান খান স্বপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com