কুষ্টিয়ায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
Published : Sunday, 10 March, 2024 at 10:11 PM, Count : 1659

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে ফসলি জমি, পানের বরজ ও বসতভিটায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ৭ ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় শত কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রোববার (১০ মার্চ) সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম নিশ্চিত করেন। এর আগে এদিন দুপুর ১২টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকা, মিটন নগর গ্রাম, আড়কান্দি গ্রাম, মাধবপুর গ্রাম, গোসাই পাড়া গ্রাম, মালিপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় একটি পানের বরজে আগুন লাগে। এতে আশেপাশের ৮ কিলোমিটার এলাকার ফসলি জমি, জমির ফসল, পানের বরজ ও বসতভিটা পুড়ে ছাই হয়ে যায়।

ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ১০০ কোটি টাকার ওপরে ক্ষতিগ্রস্ত হয়ে ওই এলাকার কৃষকরা এখন সর্বস্বান্ত।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, উপজেলার রায়টা পাথরঘাট মাঠের একটি পানের বরজে আগুন লাগে। পরে পাশের বরজেও আগুন ছড়িয়ে পড়ে। এভাবে পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে অনেক ফসল ও পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি, জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ভেড়ামারা বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন বলেন, আগুনে শত কোটি টাকার ক্ষতি হয়েছে। ৮ কিলোমিটার এলাকার ফসলি জমি, জমির ফসল, পানের বরজসহ বসত ভিটা পুড়ে ছাই হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, পানের বরজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে। ওই এলাকায় পানি নেই। আমরা আমাদের পানি দিয়ে নেভানোর চেষ্টা করেছি। প্রচণ্ড বাতাস ও পানি সংকটে আগুন নেভাতে কষ্ট হয়েছে। ৭ ঘণ্টা পর সন্ধ্যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft