শিরোনাম: |
স্কুলছাত্র হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন
|
![]() মামলার নথি থেকে জানা জায়, পারিবারিক বিরোধ এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আনোয়ারা বেগমের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি ঘাগটিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সানাউল্লাহ সরকারকে শ্বাসরোধে হত্যা করা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেনঃ কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রফিকুল ইসলাম ও আতিকুল ইসলাম ওরফে আতিক শেখ, নিজামউদ্দিন শেখের ছেলে সেলিম শেখ, বাশির উদ্দিন শেখের ছেলে নয়ন শেখ, সামশুদ্দিন শেখের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনার ও আলম শেখ। যাবজ্জীবন দণ্ডিতরা হলেনঃ ঘাগটিয়া গ্রামের আবু সাঈদের ছেলে আব্দুল মোতালেব, মোতালেবের স্ত্রী আনোয়ারা বেগম ও হাসেম আলী শেখের ছেলে শেখ শামশুদ্দিন। এছাড়া দণ্ডিত সবাইকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। |