বুধবার ১৪ মে ২০২৫ ৩১ বৈশাখ ১৪৩২
মাহমুদউল্লাহ জাদুতে আবারও চমক খুলনার
Published : Thursday, 17 November, 2016 at 6:00 AM, Count : 315

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ওভারের বোলিং নৈপুণ্যে জয় পায় খুলনা টাইটান্স। মিরপুরে আজও চমক দেখান তিনি।

গতকাল চিটাগং ভাইকিংসের বিপক্ষে শেষ ওভারে ৩ উইকেট নিয়ে দলকে জয় উপহার দেন দলীয় অধিনায়ক মাহমুদউল্লাহ।

গতকাল শনিবার দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করেছে খুলনা। জবাবে ব্যাট করতে নেমে আফগান তারকা মোহাম্মদ নবীর ঝড়ো ইনিংসে জয়ের খুব কাছে পৌঁছে যায় চিটাগং। কিন্তু শেষ মুহূর্তে খুলনার অধিনায়ক মাহমুদউল্লার নাটকীয়তায় ৪ রানে জয় পেয়েছে খুলনা টাইটান্স।

শেষ ওভারে জয়ের জন্য ৬ রান দরকার ছিল চিটাগংয়ের। কিন্তু হাতে চারটি উইকেট নিয়েও সেই রান করতে পারেনি তারা। খুলনা অধিনায়ক মাহমুদউল্লার বোলিং নৈপুণ্যের কাছে হেরে যায় তামিমের চিটাগং। ওভারের শেষ বলে ৫ রান দরকার ছিল চিটাগংয়ের। স্ট্রাইকিংয়ে ছিলেন মোহাম্মদ নবী। কিন্তু মাহমুদউল্লার করা ওভারের শেষ বলে তাসকিনের হাতে তালুবন্দি হয়ে যান আফগান এ তারকা। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানে থামে চিটাগংয়ের ইনিংস।

জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা খুব ভালো হয়নি চিটাগংয়ের। দলীয় ২০ রানের মধ্যেই ওপেনার তামিম ইকবাল ও ডোয়াইন স্মিথকে হারায় তারা। ওয়ান ডাউনে নামা এনামুল হক বিজয় কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও বেশিক্ষণ পিচে থাকতে পারেননি।

এছাড়া ডোয়াইন  স্মিথ (৩), এনামুল হক বিজয় (১৪), মালিক (৪), জাকির হাসান (৮), জহুরুল ইসলাম (২৫) রানে আউট হয়েছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৩৯ রান করেন নবী। ২৩ বল মোকাবিলা করে ২ চার ও সমান ছক্কায় এ ইনিংসটি সাজান তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com