শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করছি- দুদক চেয়ারম্যান
Published : Monday, 21 November, 2016 at 6:00 AM, Count : 400

বর্তমান প্রতিবেদক : দুর্নীতি দমনে কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আমরা জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ছোট-বড় দুর্নীতিবাজ বড় কথা নয়। কারণ ছোটরাই এক সময়ে বড় দুর্নীতিবাজ হয়ে উঠে। তাই আমাদের কাজ হবে সব দুর্নীতিবাজকে আইনের আওতায় আনা। গতকাল সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দুদক চেয়ারম্যান রাজনীতিবিদ, সুশীল সমাজ, শিক্ষক, গণমাধ্যম, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সব স্তরের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, জনগণের প্রত্যাশা যে প্রাপ্তি তার মধ্যে সম্মিলন হয়নি বলেই মনে হয়। তবে কিছুই একটা হয়নি সেটাও না। প্রত্যাশার কিছু অংশ হলেও অর্জিত হয়েছে। তবে এখনও বেশিরভাগ অংশই অপূরণীয় রয়ে গেছে।  দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন করতে হলে বিচার নিশ্চিত করতে হবে। দুদক যতই গ্রেফতার করুক ও ব্যবস্থা নিক দ্রুত বিচার না হলে দুর্নীতিবাজদের মনে যেমন ভয় জাগবে না। তেমনি জনগণের মনেও আস্থার সঞ্চার হবে না। বিশ্ব সাহিত্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে শক্তহাতে প্রতিরোধ করতে হবে।

তিনি  বলেন, দুর্নীতি আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই দুর্নীতি জাতির শিরদাড়া ভেঙে দিচ্ছে। আবু সায়ীদ বলেন, দুর্নীতি চুরি ও ডাকাতির চেয়েও ভয়ঙ্কর। দুর্নীতি রোধ করতে হলে এখনই সোচ্চার হতে হবে। দুর্নীতি যেন সহনীয় পর্যায়ে থাকে সে দিকে নজর দিতে হবে। বর্তমান সরকারও এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা আছে তারা টাকা ফেরত দিলে তাদের প্রতি নমনীয় থাকবে দুদক। এখনও সময় আছে আপনারা টাকা জমা করুন তাহলে আমরা আপনাদের প্রতি নমনীয় থাকব।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, ড. নাছির উদ্দিন আহমেদ এবং মহাপরিচালক আসাদুজ্জামান প্রমুখ। এর আগে সকালে কমিশনের প্রধান কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কমসূচি শুরু হয়। পাশাপাশি শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দুদকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান কমিশনের সব স্তরের        কর্মকর্তা-কর্মচারীদের শপথ বাক্য পাঠ করান। দুর্নীতি দমনে       দুর্নীতি দমন ব্যুরোর ব্যর্থতার পর ২০০৪ সালে প্রতিষ্ঠা হয় কমিশন। ওই বছরের ২১ নভেম্বরে যাত্রা শুরু করে সংস্থাটি। এরপর পেরিয়ে গেছে এক যুগ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com