শিরোনাম: |
জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করছি- দুদক চেয়ারম্যান
|
তিনি বলেন, দুর্নীতি আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই দুর্নীতি জাতির শিরদাড়া ভেঙে দিচ্ছে। আবু সায়ীদ বলেন, দুর্নীতি চুরি ও ডাকাতির চেয়েও ভয়ঙ্কর। দুর্নীতি রোধ করতে হলে এখনই সোচ্চার হতে হবে। দুর্নীতি যেন সহনীয় পর্যায়ে থাকে সে দিকে নজর দিতে হবে। বর্তমান সরকারও এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা আছে তারা টাকা ফেরত দিলে তাদের প্রতি নমনীয় থাকবে দুদক। এখনও সময় আছে আপনারা টাকা জমা করুন তাহলে আমরা আপনাদের প্রতি নমনীয় থাকব। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, ড. নাছির উদ্দিন আহমেদ এবং মহাপরিচালক আসাদুজ্জামান প্রমুখ। এর আগে সকালে কমিশনের প্রধান কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কমসূচি শুরু হয়। পাশাপাশি শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দুদকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান কমিশনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের শপথ বাক্য পাঠ করান। দুর্নীতি দমনে দুর্নীতি দমন ব্যুরোর ব্যর্থতার পর ২০০৪ সালে প্রতিষ্ঠা হয় কমিশন। ওই বছরের ২১ নভেম্বরে যাত্রা শুরু করে সংস্থাটি। এরপর পেরিয়ে গেছে এক যুগ। |