রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
তুরস্কে অবশেষে ধর্ষণ সংক্রান্ত বিল প্রত্যাহার
Published : Tuesday, 22 November, 2016 at 6:00 AM, Count : 302

বর্তমান ডেস্ক : তুমুল সমালোচনার মুখে অবশেষে শিশু ধর্ষণ সংক্রান্ত বিতর্কিত বিলটি প্রত্যাহার করে নিলো তুরস্ক সরকার গতকাল মঙ্গলবার তুরস্কের প্রধানমন্ত্রী ভ্লানালি ইলদিরিম বিলটি প্রত্যাহার করে নেন পার্লামেন্টে বিতর্কিত বিলটি পাস করানোর জন্য চূড়ান্ত ভোটাভুটির আগে বিতর্কিত বিলটি প্রত্যাহার করে নিলো তুর্কি সরকার ধর্ষণের শিকার অপ্রাপ্তবয়স্ক নারীকে বিয়ে করলে ধর্ষকের সাজা মওকুফের সুযোগ রেখে বিলটি উত্থাপন করা হয়েছিল মঙ্গলবার এ ব্যাপারে চূড়ান্ত ভোটাভুটি হওয়ার কথা ছিল

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বিতর্কিত বিলটি উত্থাপন করা হলে দেশটির ক্ষমতাসীন দল একে পার্টির এমপিরা তাতে প্রাথমিকভাবে সমর্থন জানিয়েছিলেন প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছিল, অভিযুক্ত ব্যক্তি ধর্ষণের শিকার শিশুকে বিয়ে করলে তার সাজা মওকুফ করা হবে এবং তার বিচার খারিজ হয়ে যাবে বিতর্কিত বিলটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তুমুল সমালোচনার ঝড় ওঠে সমালোচকদের মতে, বিতর্কিত বিলটি আইনে পরিণত হলে তা সংবিধিবদ্ধ ধর্ষণকে বৈধতা দেবে এবং বাল্যবিয়ের চর্চা বাড়বে  জাতিসংঘের বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও বিলটি অনুমোদন না করার জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানানো হয়  এ বিলটি আইনে পরিণত হলে যৌন নিপীড়ন ও বাল্যবিয়ে বিরোধী লড়াইয়ে হিমশিম খাবে  তুরস্ক সরকার তুরস্কের মানবাধিকার এবং নারী অধিকার সংগঠনগুলো এই প্রস্তাবিত আইনের তীব্র সমালোচনা করেন তারা বলেন, এই আইনের মানে দাঁড়াবে ধর্ষণকে আইনি বৈধতা দেয়া

এমন প্রেক্ষাপটে মঙ্গলবার তুরস্ক সরকারের পক্ষ থেকে বিলটি প্রত্যাহার করে নেয়া হলো ইলদিরিম জানান, বড় ধরনের ঐকমত্য গড়ে তুলতে এবং বিরোধী দলগুলোকে তাদের প্রস্তাবগুলো সমৃদ্ধ করার জন্য সময় দিয়ে বিলটি ফেরত পাঠানো হয়েছে বিরোধী দলগুলো বিলটির তুমুল সমালোচনা করেছিল   

তুরস্কে বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর হলেও দেশটিতে প্রচুর বাল্যবিয়ে হয়ে থাকে  সূত্র : বিবিসি



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com