রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
খুলনার জয়রথ থামিয়ে শীর্ষে রংপুর রাইডার্স
Published : Tuesday, 22 November, 2016 at 6:00 AM, Count : 361

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলে টানা চার জয়ে উড়ছিল খুলনা টাইটান্স অবশেষে তাদের মাটিতে নামিয়ে শীর্ষে উঠলো রংপুর রাইডার্স গতকাল মঙ্গলার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনাকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে নাঈম-আফ্রিদিরা প্রথম পর্বে এ খুলনাকে ৯ উইকেটে পরাজিত করেছিল রংপুর রংপুর রাইডার্সের এটি টানা তৃতীয় জয় 

বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে খুলনার বিপক্ষে ১২৬ রানের সহজ লক্ষ্যমাত্রা ব্যাটিংয়ে নেমে মিঠুন-শাহজাদের ঝড়ো ব্যাটিংয়ে ১৯ ওভারেই ১২৯ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স বিপিএলে ছয় ম্যাচে রংপুরের এটি পঞ্চম জয় ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসল রংপুর অপর দিকে সাত ম্যাচে ৫ জয়ে খুলনার পয়েন্টও ১০ রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে মাহমুদউল্লাহ বাহিনীকে

সহজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৩ রানের মাথায় ওপেনার সৌম্য সরকারকে হারায় খুলনা জাতীয় দলের এ ওপেনার ১৩ বলে ৩ রান করে জুনায়েদ খানের বলে ক্যাচ আউট হন এরপর ওপেনার শেহজাদ মিঠুনকে সঙ্গে নিয়ে অসাধারণ এক জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেয় রংপুর দ্বিতীয় উইকেট হারায় ইনিংসের ৮৭ রানের মাথায়

ওপেনার মোহাম্মাদ শেহজাদ ৩৮ বলে ৩৭ রান করে মাহমুদউল্লাহর বলে অলক কাপালির হাতে ক্যাচ দেন তৃতীয় ব্যাটসম্যান হিসাবে সাজঘরে ফেরেন আফ্রিদি তিনি ২০ বলে ২৬ রান করে ওয়েসেলসের বলে বোল্ড হন শেষ পর্যন্ত মিঠুনের ৪৯ ও লিয়াম ডসন ৫ রান করে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় খুলনা দলটির পক্ষে আন্দ্রে ফ্লেচার ৮ বলে ৮, আবদুল মজিদ ১৩ বলে ১০, রিকি ওয়েসেলস ৩৩ বলে ২৭, মাহমুদুল্লাহ রিয়াদ ১১ বলে ১৩, তাইবুর রহমান ৩৭ বলে সর্বোচ্চ ৩২, আরিফুল হক ১৩ বলে ২২, বেনি হাওয়েল ৩ বলে ৪ এবং অলক কাপালি ২ বলে ৩ রান করেন শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে তারা

রংপুর রাইডার্সের আরাফাত সানি ৪ ওভারে ১৬ রান দিয়ে দুটি, রুবেল হোসেন ৪ ওভারে ১৯ রানে দুটি এবং শহিদ আফ্রিদি ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে দুটি উইকেট পান



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com