শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
হাসপাতালে ভর্তি ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া
Published : Friday, 11 July, 2025 at 6:00 AM, Count : 158

হাসপাতালে চিকিৎসাধীন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে গতকাল বৃহস্পতিবার রাতে দেখতে যান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: আজকের পত্রিকা

হাসপাতালে চিকিৎসাধীন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে গতকাল বৃহস্পতিবার রাতে দেখতে যান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: আজকের পত্রিকা


নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে চিকিৎসাধীন লালনসংগীতের প্রখ্যাত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

গতকাল বৃহস্পতিবার রাতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হাসপাতালে পাঠিয়ে শিল্পীর খোঁজখবর নেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেছেন, অসুস্থ ফরিদা পারভীনের আরোগ্য কামনা করেছেন বিএনপির চেয়ারপারসন। একই সঙ্গে লালনসংগীতশিল্পীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হওয়া ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি হলে ৫ জুলাই তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এখনো তিনি সেখানেই আছেন।

৮ জুলাই ফরিদা পারভীনের স্বামী একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক গাজী আবদুল হাকিম সংবাদমাধ্যমকে বলেন, তাঁর শারীরিক অবস্থা বেশি ভালো নয়। গতকাল বেশি খারাপ ছিল। আজকে একটু বেটার, তবে সংকট কাটেনি। কিছু দিন ধরে তাঁর কথাবার্তা বন্ধ রয়েছে। গতকাল মস্তিষ্কে রক্তক্ষরণের মতো হয়েছিল।

সাধক মোকসেদ আলী শাহর কাছে লালনসংগীতে তালিম নেন ফরিদা পারভীন। তাঁর আগে নজরুলসংগীত গাইতেন তিনি।

১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com