শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
মেসি জাদুতে উধাও বার্সেলোনার দুশ্চিন্তা
Published : Thursday, 24 November, 2016 at 6:00 AM, Count : 418

ক্রীড়া ডেস্ক  : এখানে, সেখানে এবং সর্বত্র! বুধবার রাতে মাঠের প্রায় সব জায়গায় দেখা গেছে লিওনেল মেসিকে সেল্টিকের মাঠে বার্সেলোনার ২-০ গোলের জয়ে দুটি গোলই করেছেন তিনি এতে করে চ্যাম্পিয়ন্স লিগে ক্যারিয়ার সেরা গোলধারা চলমান রাখলেন ২৯ বছর বয়সী

নেইমারের কাছ থেকে চমত্কার এক চিপ করা পাস পেয়ে গোলপোস্টের বেশ কাছ থেকে গোল করেন মেসি এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি গোলে ব্রেন্ডন রজার্সের কঠোর পরিশ্রমী দলটির সব আশা ভেস্তে দেন হ্যাঁ, এ দিনের সেল্টিককে গত সেপ্টেম্বরের বিধ্বস্ত সেল্টিকের সঙ্গে মেলানো যায় না মূলত মেসি জাদুতেই উধাও হয়ে গেল তাদের সব প্রচেষ্টা ওই দুই লক্ষ্যভেদি শটে মেসি এবারের ইউরোপীয় মৌসুমে ৪ ম্যাচে গোলসংখ্যা বাড়ালেন ৯ এ সেল্টিকের বিপক্ষে দুইবারের দেখায় ৫ গোল এবং বাকি ৪টি ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই ম্যাচে

মহাদেশীয় শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় আগের তিনটি আসরের চেয়ে সেরা কিছু অর্জনের পথে মেসি চ্যাম্পিয়ন্স লিগে গোলের এই ধারা চলতে থাকলে তিনি নিজেই নিজেকে পেছনে ফেলবেন এর আগে ২০১০-১১ মৌসুমের ১৩ ম্যাচে ১২ গোল, ২০১১-১২ মৌসুমের ১১ ম্যাচে ১৪ গোল ও ২০১৪-১৫ মৌসুমে ১৩ ম্যাচে ১০ গোল করেছিলেন আর্জেন্টাইন তারকা

সেল্টিক পার্কে মেসির গোলগুলো ছিল মাইলফলক ছোঁয়ার তার প্রথম গোলটি ছিল ২০১৪ সালে লুইস এনরিকে আসার পর বার্সার ৪০০তম আর দ্বিতীয়টি ছিল আন্তর্জাতিক প্রতিযোগিতায় কাতালান ক্লাবের হয়ে মেসির শততম গোল

পায়ের জাদুতে মুগ্ধ করলেন মেসি: অবশ্য এই দুটি গোল ছিল মেসির জাদুর কিছু ছিটেফোটা বুধবার তিনি মাঝমাঠ, পার্শ্বমাঠ ও আক্রমণে সব জায়গায় ছিলেন প্রাণবন্ত চমত্কার সব পাস ও সতীর্থদের সঙ্গে যোগসাজশ রেখে সেল্টিককে তটস্থ রাখেন তিনি কয়েকবার তো চোখের পলকে রক্ষণ চিঁড়ে ঢুকে গেছেন প্রতিপক্ষের এলাকায় দীর্ঘদিন তার এমন নিখুঁত পারফরম্যান্স দেখেনি ভক্ত-সমর্থকরা

তবে খেলা শুরুর ১০ মিনিট না যেতেই মেসি হঠাত্ করে নিজের গোড়ালি চেপে ধরলে ভক্ত-সমর্থকদের কপালে দুশ্চিন্তার বলিরেখা দেখা দেয় কিন্তু সব শঙ্কা দূর করে বিশ্বমানের এক পারফরম্যান্স করলেন পাঁচবারের ব্যালন ডিঅরজয়ী

শুধু গোল করেই নয়, অ্যাসিস্টে নাম লিখতে পারতেন মেসি কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি লুইস সুয়ারেজ বল বাঁক খেয়ে লক্ষ্যভ্রষ্ট হয় অবশ্য ওই ব্যর্থতা বড় কোনো বিষয় হতে পারেনি অসুস্থতা থেকে ফেরা মেসির ঝলক সব হতাশা মুছে দিয়েছে টোটাল ফুটবলারের কাছ থেকে টোটাল ফুটবল প্রদর্শিত হয়েছে কাতালানরা আশা করবে এটা কেবল শুরু কারণ লা লিগায় সামনে রিয়াল সোসিয়েদাদের মাঠে ও ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর মতো কঠিন সূচি আর এমন সময় মেসি জাদু তাদের আশার আলোটা আরও ভালোভাবে জ্বালিয়ে দিচ্ছে পয়েন্ট টেবিলে রিয়ালকে ধরার সম্ভাবনাটাও উজ্জ্বল হয়ে উঠছে বার্সা ক্যাম্পে



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com