বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিধিমালা সংশোধনে নতুন কমিটি
Published : Wednesday, 9 July, 2025 at 6:00 AM, Count : 170



 অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিধিমালা ২০১৪ সংশোধনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অগ্নি-২ শাখার সিনিয়র সহকারী সচিব আছমা-উল-হোসনার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার গঠিত ১৮ সদস্যের নতুন এই কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহির্বিশ্ব গণমাধ্যম) কে।

অফিস আদেশে বলা হয়েছে, সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অনুমোদিত ‘অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিধিমালা ২০১৪’ পরীক্ষা-নিরীক্ষা ও সংশোধনের জন্য ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারির ৮১ নম্বর স্মারকে গঠিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হল।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপাচার্যের প্রতিনিধি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, স্থাপত্য অধিদপ্তর, বিজেএমইএ ও বিকেএমইএ-এর প্রতিনিধি প্রমুখ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে আরো বলা হয়েছে, কমিটি অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিধিমালা ২০১৪ পরীক্ষা-নিরীক্ষা করে যুগোপযোগী একটি সংশোধিত বিধিমালা প্রণয়ন করবে এবং দু’মাসের মধ্যে সুরক্ষা সেবা বিভাগে খসড়া জমা দেবে। প্রয়োজনে সদস্য সংখ্যা বাড়াতে পারবে কমিটি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com