শিরোনাম: |
আজ প্লে-অফের লড়াইয়ে যে যার মুখোমুখিক্রীড়া প্রতিবেদক
|
কারণ, এলিমিনেটর ম্যাচের হারা দল বিদায় নেবে। কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে। আর এ ম্যাচের লড়াইয়ে জেতা দল ফাইনালে উঠবে। শিরোপার জন্য লড়াই কোয়ালিফায়ার ১ জিতে আগেই ফাইনালে উঠে যাওয়া দলটির সঙ্গে। সব ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ ম্যাচগুলোর আগে গতকাল ৫ ডিসেম্বর (সোমবার) দলগুেলোকে বিশ্রাম দেয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১টায় এলিমিনিটের ম্যাচ অনুষ্ঠিত হবে। এখান থেকেই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের জন্য দল নির্ধারিত হবে। একই দিনে সন্ধ্যা পৌনে ৬টায় কোয়ালিফায়ার ১ ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। কাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় কোয়ালিফায়ার ২ ম্যাচ অনুি্ষ্ঠত হবে। এরপর আগামী ৯ ডিসেম্বর বিপিএলের চতুর্থ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ। কার ঘরে এবার উঠতে যাচ্ছে বিপিএলের শিরোপা, এটা জানার জন্য ওই দিনের ম্যাচটি শেষ হওয়া অব্দি অপেক্ষা তো করতেই হবে। |