শনিবার ৩ মে ২০২৫ ২০ বৈশাখ ১৪৩২
আজ প্লে-অফের লড়াইয়ে যে যার মুখোমুখিক্রীড়া প্রতিবেদক
Published : Monday, 5 December, 2016 at 6:00 AM, Count : 274

বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) সাত দলের দুইবার করে প্রতিদ্বন্দ্বিতা করা সম্পন্ন হয়েছে। এরই মধ্যে দিয়ে প্লে-অফের জন্য চার দল নিশ্চিত হয়ে গেছে। এবার পালা নির্ধারিত দলগুলোর প্লে-অফে অংশ গ্রহণ করার। তার আগে আসুন একটু জেনে নেয়া যাক বিপিএলের প্লে-অফের নিয়ম-পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স লড়বে কোয়ালিফায়ার ১ ম্যাচে। তৃতীয় ও চতুর্থ দল চিটাগাং ভাইকিংস ও রাজশাহী কিংস মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে। কোয়ালিফায়ার ১ ম্যাচের বিজয়ী দল সরাসরি উঠে যাবে ফাইনালে। তবে পরাজিত দলেরও ফাইনালে খেলার সুযোগ থাকবে।

কারণ, এলিমিনেটর ম্যাচের হারা দল বিদায় নেবে। কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে। আর এ ম্যাচের লড়াইয়ে জেতা দল ফাইনালে উঠবে। শিরোপার জন্য লড়াই কোয়ালিফায়ার ১ জিতে আগেই ফাইনালে উঠে যাওয়া দলটির সঙ্গে। সব ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এ ম্যাচগুলোর আগে গতকাল ৫ ডিসেম্বর (সোমবার) দলগুেলোকে বিশ্রাম দেয়া হয়েছে। আজ মঙ্গলবার  বেলা ১টায় এলিমিনিটের ম্যাচ অনুষ্ঠিত হবে। এখান থেকেই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের জন্য দল নির্ধারিত হবে। একই দিনে সন্ধ্যা পৌনে ৬টায় কোয়ালিফায়ার ১ ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। কাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় কোয়ালিফায়ার ২ ম্যাচ অনুি্ষ্ঠত হবে। এরপর আগামী ৯ ডিসেম্বর বিপিএলের চতুর্থ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ। কার ঘরে এবার উঠতে যাচ্ছে বিপিএলের শিরোপা, এটা জানার জন্য ওই দিনের ম্যাচটি শেষ হওয়া অব্দি অপেক্ষা তো করতেই হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com