শিরোনাম: |
রুয়াকাকা সৈকতে ফুরফুরে মেজাজে টাইগাররা
|
গতকাল সোমবার শিডিউলে ছিল না কোনো অনুশীলন। দীর্ঘ ভ্রমণক্লান্তি দূর করতে সোমবার রুয়াকাকা সৈকতে উচ্ছ্বাস-আনন্দে মেতে ওঠে মাশরাফি-মুশফিকরা। হোয়াংগেরাইয়েতে গতকাল পর্যন্ত ছিলেন টাইগাররা। হোয়াংগেরাই থেকে ৩০ কিলোমিটার দূরুত্বে রুয়াকাকা সৈকত। ছবির মতো ছোট্ট একটি শহর গড়ে উঠেছে সৈকতকে কেন্দ্র করে। সেখানে গিয়েছিলেন টাইগার শিবির। আনন্দ ফুর্তির পাশাপাশি চলেছে সেলফি তোলার প্রতিযোগিতা। সৈকত থেকে ফেসবুকে লাইভ দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। ছিল ম্যানেকুইন চ্যালেঞ্জও! সৈকতে বেশ প্রাণোচ্ছল ছিল সবাই। এসময় তাসকিন দেন ফেসবুক লাইভ। লাইভে তিনি বলেন, ‘আমরা এখন নিউজিল্যান্ডের রুয়াকাকা সুমদ্র সৈকতে রয়েছি। এখানে সবাই অনেক ইনজয় করছে। আমরা আসলে অবসর সময়টাতে এখানে ঘুরতে আসলাম। খুব সুন্দর ভিউ। সবাই অনেক ইনজয় করছে, সেলফি তুলছে।’ তিনি আরও বলেন, ‘সবার ইনজয়ের মুহূর্তটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন এ সফরে আমরা জয়ী হতে পারি।’ |