শুক্রবার ২ মে ২০২৫ ১৯ বৈশাখ ১৪৩২
বাতাসে ভাসছে আমের মুকুলের ম-ম গন্ধ
Published : Thursday, 19 January, 2017 at 6:00 AM, Count : 307

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি উপজেলার প্রায় সর্বত্র ও প্রতিটি বাড়ির আঙিনায় সুমিষ্টি আম গাছের ডগায় ডগায় আগাম মুকুলের সমারোহ ঘটেছে। সেই মুকুলের ম-ম গন্ধে বাড়ির সবার মনে দিয়েছে নতুন স্বপ্নের দোলা। আমের আগাম মুকুল জানান দিচ্ছে মধুমাস সমাগত।
আম বলতে একসময় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীকেই বোঝাত। এখন অবস্থা ভিন্ন। বগুড়ার পশ্চিমাঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে প্রায় সব জাতের আমের উত্পাদন হচ্ছে। আবার আম চাষিরা মৌসুমে লাভজনক হওয়ায় প্রতিবছর কৃষিজমিতে বাড়াচ্ছে আমের আবাদ। দেশজুড়ে যত আম বাগান তার বেশির ভাগ আম বাগান রয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলায়। বর্তমান যে পরিমাণ আমের মুকুল আসছে তার কিছু নষ্ট হয়ে যায়। এর কারণ প্রথমত ঘনকুয়াশা, তারপর শিলাবৃষ্টি বা অতিখরা। প্রকৃতির সঙ্গে লড়াই করেই আম গাছকে টিকতে হয় ফলের জন্য। উপজেলার একজন আম বাগানের মালিক জানান, আমের মুকুল এখন বের হতে শুরু করেছে। ঝড় ও শিলা বৃষ্টি না হলে আশা করা যাচ্ছে এবারও আমের ফলন ভালোই হবে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান জানান, নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই আবহাওয়াগত ও জাতের কারণেই মূলত আমের মুকুল আসতে শুরু করেছে। তবে চলতি মাসের শেষের দিকে প্রতিটি গাছেই পুরোপুরিভাবে মুকুল ফুটতে শুরু করবে। যেসব আম গাছে আগাম মুকুল আসতে শুরু করেছে সে বাগান মালিকরা পরিচর্যাও শুরু করেছেন। মুকুল আসার সঙ্গে এবং মুকুল ধরার সময় প্রয়োজনীয় স্প্রে করা গেলে আমের মুকুল সংরক্ষণ ও পোকার হাত থেকে আমকে রক্ষা করা সম্ভব।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com