বৃহস্পতিবার ১ মে ২০২৫ ১৮ বৈশাখ ১৪৩২
হাজির হচ্ছেন একঝাঁক তারকা
Published : Tuesday, 9 May, 2017 at 6:00 AM, Count : 273

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের আরিফিন শুভ, বিদ্যা সিনহা সাহা মিম, পিয়া বিপাশা, রোশান এবং ভারতের যিশু সেনগুপ্ত, সোহম ও শুভশ্রী এবার তারা একই ফ্রেমে হাজির হচ্ছেন একটি চলচ্চিত্রে। পাশাপাশি তালিকায় যুক্ত হতে পারেন একাধিক তারকা। অবশ্যই ছবিটি হতে যাচ্ছে যৌথ প্রযোজনায়। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ‘ওলট পালট’ নামের ছবিটি প্রযোজনা করবে টালিগঞ্জের গ্রিন টাচ এন্টারটেইনমেন্ট। পরিচালনায় থাকছেন ওপারের রবি কিনাগি। এ প্রসঙ্গে চলচ্চিত্রে নতুন মুখ পিয়া বিপাশা বলেন, খুব ভালো লাগছে। এক ছবিতেই গুরুত্বপূর্ণ অনেক অভিনয়শিল্পীকে পাচ্ছি। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতার জন্য অপেক্ষা করছি।
সূত্র জানাচ্ছে, ২১ মে ভারতে ‘ওলট পালট’-এর দৃশ্যধারণ শুরু হবে। এরপর থাইল্যান্ড ও বাংলাদেশে হবে ছবিটির কাজ। এরই মধ্যে শুটিংয়ের জন্য প্রস্তুতি শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
আজিজ বললেন, রবি কিনাগিকে দিয়ে গতানুগতিক ধারার বাইরে গিয়ে দর্শকদের নতুন কিছু দেখানোর চেষ্টা করছি। এখন থেকে আরও বেশি চমকপ্রদ কাজ করবে জাজ। আমরা বিশ্ব মানচিত্রে দেশীয় চলচ্চিত্রকে পরিচয় করিয়ে দিতে চাই। এ কারণে মাল্টিকাস্টিংয়ের ছবিকেও গুরুত্ব দেয়া হচ্ছে। উল্লেখ্য, এদিকে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের জুটি আর থাকছে না। দেশীয় প্রভাবশালী এই প্রতিষ্ঠানটি এবার যুক্ত হতে যাচ্ছে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে। এরই মধ্যে এই দুই প্রতিষ্ঠান যৌথভাবে পাঁচটি ছবির শুটিং শুরু করতে যাচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com