বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
এবার ক্যানসারে সুখবর দেবে ফাইট উইথ ক্যানসার টিম
বাংলাদেশে প্রায় ৫ লাখ হেড-নেক ক্যানসার রোগী আছে এবং বছরে মারা যায় দেড় লাখ। প্রতি বছর প্রায় ৭০ হাজার নতুন রোগী হেড-নেকের ক্যানসারে আক্রান্ত হচ্ছে। আমরা মাত্র ২০% রোগীর চিকিত্সা করতে পারছি, বাকি ৮০% রোগীই চিকিত্সার অভাবে অকালেই মৃত্যুর মুখে পতিত হচ্ছে
Published : Sunday, 14 May, 2017 at 6:00 AM, Count : 597

বাংলাদেশে এই মুহূর্তে ১৫ লাখ ক্যানসার রোগী রয়েছে। ২০৩০ সালে এই সংখ্যা হবে ৩০ লাখ। সারা বিশ্বে ক্যানসার এখন এক নম্বর ঘাতক ব্যাধি। বাংলাদেশের মতো একটি নিম্ন-মধ্যম আয়ের দেশের জন্য ক্যানসারের এমন মহামারী প্রাদুর্ভাব সত্যি-ই এক অশনিসংকেত। সময়ের এমনি এক অন্ধকার ক্ষণে এক মুঠো আলো ছড়াতে, একটু আশা জাগাতে, ক্যানসার আক্রান্ত রোগীদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে এগিয়ে এসেছে ফাইট উইথ ক্যানসার টিম নামে একটি স্বেচ্ছাসেবী গ্রু। ফাইট উইথ ক্যানসার টিমের উদ্যোক্তা এবং প্রধান উপদেষ্টা জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের ইএনটি বিভাগের অধ্যাপক বিশিষ্ট হেড নেক ক্যানসার সার্জন অধ্যাপক ডা. মো. আবু হানিফ। অধ্যাপক হানিফের কাছে জানতে চাইলে তিনি শোনালেন তার স্বপ্নের কথা, ‘একজন হেড নেক ক্যানসার সার্জন হিসেবে কাজ করতে গিয়ে লক্ষ্য করি বাংলাদেশে প্রায় ৫ লাখ হেড-নেক ক্যানসার রোগী আছে এবং বছরে মারা যায় দেড় লাখ। প্রতি বছর প্রায় ৭০ হাজার নতুন রোগী হেড-নেকের ক্যানসারে আক্রান্ত হচ্ছে। আমরা মাত্র ২০% রোগীর চিকিত্সা করতে পারছি, বাকি ৮০% রোগীই চিকিত্সার অভাবে অকালেই মৃত্যুর মুখে পতিত হচ্ছে। বিষয়টি আমাকে দারুণভাবে ব্যথিত করে। এই বিরাট সংখ্যার মৃত্যুর প্রধান কারণ অজ্ঞতা এবং অসচেতনতা। সঠিক সময়ে যদি রোগীরা ধুমপান, তামাক, পান, জর্দা, সুপারি, গুল, আ্যাালকোহোল ইত্যাদি সেবন করা থেকে যদি নিজেদের বিরত রাখে এবং সঠিক সময়ে যদি ডাক্তারের কাছে আসে তবে এই মৃত্যুর হার অনেকটা কমিয়ে আনা সম্ভব। চিন্তা করলাম বিষয়টিকে যদি সাধারণ জনগণের কাছে সহজভাবে তুলে ধরতে পারি এবং ক্যানসার সম্পর্কে সবার সচেতনতা তৈরি করতে পারি তবে এই মরণ ব্যাধির হাত থেকে অনেক কেই রক্ষা করা যাবে। একজন ক্যানসারে আক্রান্ত রোগী সত্যি বড় অসহায়। পুরো পরিবার অনেক সময় নিঃশেষ হয়ে যায়! একটু ভালোবাসা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে একজন ক্যানসার রোগী ফিরে পেতে পারে এক নতুন জীবন। এই চিন্তা থেকেই ফাইট উইথ ক্যানসারের যাত্রা। এটা সবে মাত্র শুরু। সবাই যদি একটু একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন এই দেশেই প্রতিষ্ঠিত হবে হেড নেক ক্যানসার চিকিত্সার ওয়ান স্টপ স্পেশালাইজড হাসপাতাল। সে দিন একজন ক্যানসার রোগীও বিনা চিকিত্সায় মারা যাবে না। বাংলাদেশ সরকার এদেশে ক্যানসার চিকিত্সার জন্য ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের এ বিষয়ে এগিয়ে আসা উচিত। ফাইট উইথ ক্যানসার টিম কিভাবে কাজ করছে জানতে চাইলে টিমের সদস্য ডা. বাসুদেব সাহা বলেন, “ কাজটিকে সাধারণ জনগণের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য ফাইট উইথ ক্যানসার নামে একটি টেলিভিশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার জিটিভি। ৩০ মিনিটের এই অনুষ্ঠান টি সাজানো হয়েছে কয়েকটি ভাগে। প্রথম ভাগে থাকবে হেড নেকের কোন একটি নির্দিষ্ট ক্যানসার নিয়ে তথ্যভিত্তিক আলোচনা। আলোচনার মাধ্যমেই ফুটে উঠবে ক্যানসারের কারণ, লক্ষণ, চিকিত্সা, প্রতিকারসহ নানা দিক। উক্ত আলোচনায় গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত থাকবেন দেশ বিদেশের প্রথিতযশা, খ্যাতিমান চিকিত্সক এবং প্রধান আলোচক হিসেবে থাকবেন ফাইট উইথ ক্যানসারের স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ডা. মো. আবু হানিফ। দ্বিতীয় ভাগে থাকবে ক্যানসার নিয়ে কে কি ভাবছে এই নিয়ে সাধারণ জনগণের প্রতিক্রিয়া। তৃতীয় ভাগে থাকবে ক্যানসার আক্রান্ত রোগীর ক্যানসার যুদ্ধে জয়ী হওয়ার কাহিনী।’ এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতি এপিসোডে একজন গরিব ক্যানসার রোগীর সব চিকিত্সা ব্যয় বহন করবে ফাইট উইথ ক্যানসার টিম। যোগাযোগের ঠিকানা- ফাইট উইথ ক্যানসার, ১৯ গ্রিন রোড, একে কমপ্লেক্স, ৩য় তলা, ধানমন্ডি, ঢাকা। মোবাইল -০১৭৯৫০৩৩৯১৯, মেইল-ভরমযঃরিঃযপধহপবত্২০১৭—মসধরষ.পড়স ‘ফাইট উইথ ক্যানসার’ অনুষ্ঠানটি প্রতি শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে জিটিভিতে সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করবেন ডা. বাসুদেব সাহা। প্রযোজনা করবেন নজরুল ইসলাম খান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com