শিরোনাম: |
অর্থ কষ্টে ভুগেছেন প্রভাস
|
![]() এক সময় তার হাতে কার্যত অর্থই ছিল না! এক সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন পরিচালক নিজেই। রাজমৌলি জানিয়েছেন, বাহুবলির আগেও প্রভাসের তিনটি ছবি হিট ছিল। তাই অনেক প্রযোজকই বিগ বাজেটের ছবি নিয়ে তার পেছনে পড়েছিলেন। কিন্তু নিজেকে ফোকাসড রাখতে প্রভাস সবাইকেই ফিরিয়ে দেন। এমনকি ‘বাহুবলি’র জন্য কোনো পারিশ্রমিকও দাবি করেননি তিনি। গত পাঁচ বছর ধরে নিজেকে উজাড় করে কেবল বাহুবলিকেই দিয়ে গেছেন প্রভাস। জন্য তাকে এক সময় প্রচণ্ড অর্থকষ্টেও ভুগতে হয়েছে। পাশাপাশি ‘বাহুবলি’ করার জন্য ছেড়ে দিয়েছেন ১৮ কোটি টাকার বিজ্ঞাপন! বিভিন্ন জামা-কাপড়, জুতার ব্র্যান্ডের থেকেও তার কাছে বিশাল অঙ্কের এনডোর্সমেন্ট অফার আসে। কিন্তু মনোযোগে বিঘ্ন ঘটার আশঙ্কায় সেসবের দিকে ফিরেও তাকাননি তিনি। মূলত প্রভাসের এই আত্মত্যাগের কারণেই সফলতাটাও এসেছে মধুর। বলিউডে হাজারির ক্লাব খোলার ঈর্ষণীয় সাফল্য ইতিহাস সৃষ্টি করেছে। বাহুবলির কারণে হলিউডেও অফারও পেয়েছেন তিনি। |