শিরোনাম: |
যৌথ প্রযোজনার নীতিমালা মানেনি বস টু
|
![]() এ বিষয়ে সেন্সর প্রিভিউ কমিটির সদস্য নাসিরউদ্দিন দিলু বলেন, দুই দেশের শিল্পীদের মধ্যে সমতা কম মনে হয়েছে আমার কাছে। সবাই মিলে মতামত জানিয়ে দিয়েছি আমরা। এরপর সেন্সরবোর্ড বাকি সিদ্ধান্ত নিবেন। ‘বস টু’ প্রযোজনা করছে বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া। এই প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ বলেন, তারা অনেক শিল্পীকে চিনতে পারেননি। শিল্পী সমতা রেখেই কাজ করেছেন পরিচালক বাবা যাদব। প্রিভিউ কমিটির মতামতে কী এসেছে তা জানা যাবে শিগগিরই। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ চিঠি মারফত সেন্সর কমিটিকে প্রিভিউ কমিটির মতামত পাঠাবেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিঠিতে সব উত্তর আছে। কিন্তু কি মতামত সবাই দিয়েছেন তা এখন জানাতে চাইছি না। এজন্য একটু অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত, এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিত্, নুসরাত ফারিয়া, শুভশ্রী, অমিত হাসান প্রমুখ। আসছে ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়ার কথা চারটি বড় বাজেটের ছবি। জানা যায়, এসবের মধ্যে একমাত্র ‘রাজনীতি’ ছাড়া বাকি তিনটিই যৌথ প্রযোজনার। এগুলো হলো ‘বস টু’ ‘নবাব’ ও ‘রংবাজ’। |