শিরোনাম: |
দলটা নিউজিল্যান্ড বলেই স্বপ্ন দেখছেন সাকিব
|
![]() ‘এই যেমন, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললাম ৬ বছর পর। ৪-৫ জন ছাড়া বেশিরভাগ ক্রিকেটারই খেলে নাই ওদের বিপক্ষে। আমি মনে করতে পারি, প্রথমবার ওদের বিপক্ষে খেলার সময় অনুভূতি কেমন কিন্ত নতুনদের জন্য কঠিন ছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে অন্তত সেটি হবে না।’ নিউজিল্যান্ডের সঙ্গে সাকিবের নিজেরও আছে দারুণ সব স্মৃতি। ২০১০ সালে নিউজিল্যান্ডকে প্রথমবার হোয়াইটওয়াশ করা সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন প্রথম ম্যাচের পর। হয়েছিলেন সিরিজের সেরাও। কিউইদের সঙ্গে আছে তার আরও কিছু দারুণ পারফরম্যান্স। গত কিছুদিন ধরেই রঙিন পোশাকে বেশ বিবর্ণ সাকিব চাইবেন প্রিয় প্রতিপক্ষকে পেয়ে জ্বলে উঠতে। তিনি নিজে অবশ্য বলছেন, ম্যাচ জয়ের জন্য একার পারফরম্যান্স যথেষ্ট নয়। ‘বাংলাদেশের জন্য খেলাটাই অনুপ্রেরণা। চেষ্টা থাকবে ভালো করার। তবে দল হিসেবে ভালো করতে হবে। দু-একটি ম্যাচ ছাড়া আমরা কখনোই ওরকম দল ছিলাম না যে একজন-দুজনের পারফরম্যান্সে ম্যাচ জিতে গেছি। অন্তত ৫-৬ জন যদি অবদান রাখতে পারি, আমার মনে হয় তখন জেতা সম্ভব।’ ৫-৬ জনের ভালো করাটা যেমন জরুরি, তেমনি এটাও সত্যি, সাকিব ভালো করলেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেড়ে যায় অনেক বেশি। |