শিরোনাম: |
নতুন লুকে চমকে দিলেন নওয়াজউদ্দিন
|
![]() নওয়াজ সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছেন যে তাঁর ভূমিকার জন্য প্রস্তুতি নিতে তিনি ট্রান্সজেন্ডার লোকদের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি তাদের মধ্যে ২০-২৫ জনের সঙ্গে কাজ করছেন এবং হাড্ডির শুটিংয়ের সময় তাদের জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছু শিখেছেন। এর আগে, যখন হাড্ডির ফার্স্ট লুক ছবি প্রকাশিত হয়েছিল তখন অনেকেই নওয়াজউদ্দিনকে অভিনেত্রী অর্চনা পুরান সিংয়ের সঙ্গে তুলনা করেছিলেন। দেখতে অনেকটা অর্চনার মতো লাগলেও যখন নওয়াজের নাম সামনে আসে, ভক্ত-অনুরাগীরা বেশ চমকে যান! এবার হাড্ডি থেকে নওয়াজউদ্দিনের নতুন লুক প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়ে কিছু ভক্ত বলেছেন যে নওয়াজের ছবিটি তাদের কাজল, প্রিয়াঙ্কা চোপড়া এবং রাভিনা ট্যান্ডনের কথা মনে করিয়ে দিয়েছে। হাড্ডিতে অভিনয় সম্পর্কে বলতে গিয়ে নওয়াজউদ্দিন ভারতীয় গণমাধ্যম ‘নিউজ ১৮’-কে বলেন, 'আমি হাড্ডিতে অনেক তৃতীয় লিঙ্গের লোকের সঙ্গে কাজ করেছি। আমি তাদের মধ্যে ২০-২৫ জনের সঙ্গে একটি ভিন্ন পরিবেশে ছিলাম। তাদের পৃথিবীকে দেখার উপায় সম্পূর্ণ ভিন্ন, যা সত্যিই আকর্ষণীয় ছিল। আমি তাদের জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছু শিখেছি। ' নওয়াজউদ্দিন আরো বলেন, ‘আমি চাই না আমার চরিত্রটি ব্যঙ্গাত্মক হোক। আমি শুধু আমার চরিত্রে অভিনয় করে কাজ শেষ করতে চাইনি। আমি চরিত্রটিকে আমার হৃদয়ে অনুভব করতে চেয়েছি। আর এ কারণেই আমি তাদের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। শেষ পর্যন্ত কতটা সফল হয়েছি তা দেখার জন্য উন্মুখ হয়ে আছি আমি। সিনেমাটি মুক্তি পেলেই বোঝা যাবে আমি কতটা দিতে পেরেছি। ’ ‘হাড্ডি’ পরিচালনা করেছেন অক্ষত অজয় শর্মা। অদম্য ভাল্লারের সঙ্গে সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন তিনি। আগামী বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। নওয়াজউদ্দিনকে সর্বশেষ দেখা গিয়েছিল টাইগার শ্রফ এবং তারা সুতারিয়া অভিনীত ‘হিরোপান্তি ২’-তে। হাড্ডি ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর সিনেমা ‘টিকু ওয়েডস শেরু’। সিনেমাটিতে কঙ্গনা রানাওয়াতও রয়েছেন। |