শিরোনাম: |
পার্কে গিয়ে চটলেন ক্যাটরিনা
|
![]() পার্কে শরীরচর্চা করতে গিয়েছিলেন। সে সময় তার ছবি তুলতে গেলে ক্যামেরা বন্ধ করতে বলেন ক্যাটরিনা। শুক্রবার (১৮ নভেম্বর) মুম্বইয়ের একটি পার্কে বন্ধুইয়াসমিন করাচিওয়ালার সঙ্গে সান্ধ্যভ্রমণে বের হন ক্যাটরিনা। আশপাশের মানুষও সেখানে নিয়মিত হাঁটতে ও দৌড়াতে যান। ক্যাটরিনাকে গাড়ি থেকে নামতে দেখামাত্রই খবর ছড়িয়ে যায়। ক্যামেরা নিয়ে জড়ো হতে শুরু করেন আলোকচিত্রীরা। ছবি, ভিডিও তুলতে যেতেই নায়িকা বলে ওঠেন, 'শোনো শোনো, ক্যামেরা নিচে করো। আমরা এখানে শরীরচর্চা করতে এসেছি। নিজেদের মতো সময় কাটাতে চাইছি।' কিন্তু ক্যাটরিনাকে সামনে দেখে কি আর হাত গুটিয়ে থাকে! কেউ এরপরও ফোনে ছবি তুলতে যাচ্ছিলেন। ক্যাটরিনা তার উদ্দেশেও বললেন, 'দয়া করে ফোনটাও নিচে নামাও। একদম ছবি তুলবে না।' |