সোমবার ১২ মে ২০২৫ ২৯ বৈশাখ ১৪৩২
পার্কে গিয়ে চটলেন ক্যাটরিনা
Published : Saturday, 19 November, 2022 at 6:00 AM, Count : 156

বর্তমান ডেস্ক: নিয়মিত শরীরচর্চা এবং যোগব্যায়াম করেন ক্যাটরিনা। মাঝে মাঝে দীপিকা পাড়ুকোনের সঙ্গেও তাকে জিমে যেতে দেখা যায়। এছাড়া সময় পেলেই পার্কসহ নানা স্থানে ঘুরে বেড়ান। তারকাদের বাইরে দেখলেই হুটহাট হাজির হন ফটোগ্রাফাররা, তোলেন ছবি। এ ব্যাপারটা খুব একটা পছন্দ করেন না ক্যাটরিনা কইফ। তাও মাঝেমাঝে হাসি মুখে পোজ দেন। তবে সম্প্রতি ফটো সাংবাদিকের ওপর চেতে গেলেন ক্যাটরিনা।

পার্কে শরীরচর্চা করতে গিয়েছিলেন। সে সময় তার ছবি তুলতে গেলে ক্যামেরা বন্ধ করতে বলেন ক্যাটরিনা।

শুক্রবার (১৮ নভেম্বর) মুম্বইয়ের একটি পার্কে বন্ধুইয়াসমিন করাচিওয়ালার সঙ্গে সান্ধ্যভ্রমণে বের হন ক্যাটরিনা। আশপাশের মানুষও সেখানে নিয়মিত হাঁটতে ও দৌড়াতে যান। ক্যাটরিনাকে গাড়ি থেকে নামতে দেখামাত্রই খবর ছড়িয়ে যায়। ক্যামেরা নিয়ে জড়ো হতে শুরু করেন আলোকচিত্রীরা।

ছবি, ভিডিও তুলতে যেতেই নায়িকা বলে ওঠেন, 'শোনো শোনো, ক্যামেরা নিচে করো। আমরা এখানে শরীরচর্চা করতে এসেছি। নিজেদের মতো সময় কাটাতে চাইছি।'

কিন্তু ক্যাটরিনাকে সামনে দেখে কি আর হাত গুটিয়ে থাকে! কেউ এরপরও ফোনে ছবি তুলতে যাচ্ছিলেন। ক্যাটরিনা তার উদ্দেশেও বললেন, 'দয়া করে ফোনটাও নিচে নামাও। একদম ছবি তুলবে না।'



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com