শুক্রবার ২ মে ২০২৫ ১৯ বৈশাখ ১৪৩২
কাতারে আজ বদলে যাবে ৯২ বছরের ইতিহাস
Published : Wednesday, 30 November, 2022 at 6:00 AM, Count : 232

বর্তমান ডেস্ক: নারীদের খেলাধুলার ব্যাপারটা একসময় বেশ কঠিন ছিল। ধরাবাধার নিয়ম ছেড়ে ধীরে ধীরে তারা খেলাধুলায় নিজেদের প্রমাণ করতে শুরু করে। তারই ধারায় কাতারে অনুষ্ঠিত 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত ফুটবল বিশ্বকাপ স্বাক্ষী হতে যাচ্ছে এক ইতিহাসের। ৯২ বছরের ইতিহসে ভেঙ্গে কাতারে আজ ম্যাচ পরিচালনা করবেন একজন নারী।

ফুটবলের ৯২ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন কোনো নারী রেফারি। বুধবার রাতে ‘ই’ গ্রুপে জার্মানি ও কোস্টারিকার মধ্যকার ম্যাচে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপা।শুধু স্টেফানিই না, এবারের বিশ্বকাপে দায়িত্ব পেয়েছেন আরও পাঁচজন। এর আগে এক বিশ্বকাপ উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে ফিফা জানায়, আসন্ন কাতার বিশ্বকাপের রেফারি প্যানেলে মোট তিনজন নারী রেফারি ও সহকারী রেফারি থাকছেন।

দায়িত্ব পাওয়া তিন নারী রেফারি হলেন, ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপা, রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা ও জাপানের ইয়োশিমা ইয়ামাশিতা। সহকারী রেফারির দায়িত্বে রয়েছেন ব্রাজিলের নিউজা ব্যাক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেদিনা, ও যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন নেসবিট।

বলে রাখা ভালো যে, এর আগেও পুরুষদের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে স্টেফানির। ২০২১ সালে বিশ্বকাপ বাছাইপর্বে নেদারল্যান্ডস-লাটভিয়ার ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। এ ছাড়া উয়েফা সুপার কাপ, চ্যাম্পিয়ন্স লিগসহ ক্লাব ফুটবলে একাধিক ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

প্রথমবারের মতো বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন, কোনো চাপ অনুভব করছেন কিনা? এমন প্রশ্নের জবাবের প্রতিক্রিয়ায় স্টেফানি বলেন, 'বিশ্বকাপ গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। আমি জানি, কীভাবে সামলাতে হয়। এ পর্যন্ত আসা মানে যোগ্য হিসেবেই।'

জার্মানি ও কোস্টারিকার মধ্যকার ম্যাচে স্টেফানিকে সহায়তা করার জন্য দুজন সহকারী নারী রেফারিও থাকছেন। তারা হলেন, ব্রাজিলের নেওজা বেক ও মেক্সিকোর কারেন ডিয়াজ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com