শিরোনাম: |
'মেসির চারপাশে খেলোয়াড় রাখতে হবে'
|
![]() বুধবার (৩০ নভেম্বর) রাত ১ টায় ডু অর ডাই ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পোল্যান্ডের কোচকে জিজ্ঞেস করা হয় মেসিকে নিয়ে পরিকল্পনা কি। পোল্যান্ড কোচ চেস্টওয়াফ মিখনিয়েভিচের সহজ স্বীকারোক্তি মেসিকে কোনো কৌশল দিয়েই আটকানো সম্ভব না। তিনি বলেন, ‘মেসির চারপাশে খেলোয়াড় রাখতে হবে। কেননা সে যদি ফাঁকা পেয়ে যায় তবে সে সহজেই গোল করে ফেলবে। একজন খেলোয়াড় মেসিকে আটকাতে পারবে না। আমাদের কয়েকজন তার চারপাশে রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘পুরো বিশ্বই বছরের পর বছর চিন্তা করছে, মেসিকে কি করে আটকানো যায়। তারপরও সে গোলের পর গোল আর অ্যাসিস্ট করে যাচ্ছে। আমার মনে হয় না এই প্রশ্নের চূড়ান্ত উত্তর কারও জানা আছে।’ |