শুক্রবার ২ মে ২০২৫ ১৯ বৈশাখ ১৪৩২
'মেসির চারপাশে খেলোয়াড় রাখতে হবে'
Published : Wednesday, 30 November, 2022 at 6:00 AM, Count : 169

বর্তমান ডেস্ক: কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় মেসিবাহিনী। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকে আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে প্রথমার্ধ পর্যন্ত আর্জেন্টিনাকে আটকে রেখেছিলো মেক্সিকো। তবে আটকে রাখা যায়নি মেসিকে। ম্যাচে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করে ডেড লক ভাঙ্গেন মেসি।

বুধবার (৩০ নভেম্বর) রাত ১ টায় ডু অর ডাই ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পোল্যান্ডের কোচকে জিজ্ঞেস করা হয় মেসিকে নিয়ে পরিকল্পনা কি। পোল্যান্ড কোচ চেস্টওয়াফ মিখনিয়েভিচের সহজ স্বীকারোক্তি মেসিকে কোনো কৌশল দিয়েই আটকানো সম্ভব না। তিনি বলেন, ‘মেসির চারপাশে খেলোয়াড় রাখতে হবে। কেননা সে যদি ফাঁকা পেয়ে যায় তবে সে সহজেই গোল করে ফেলবে। একজন খেলোয়াড় মেসিকে আটকাতে পারবে না। আমাদের কয়েকজন তার চারপাশে রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘পুরো বিশ্বই বছরের পর বছর চিন্তা করছে, মেসিকে কি করে আটকানো যায়। তারপরও সে গোলের পর গোল আর অ্যাসিস্ট করে যাচ্ছে। আমার মনে হয় না এই প্রশ্নের চূড়ান্ত উত্তর কারও জানা আছে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com