পাহাড়ে ভ্রমণের সতর্কতা
Published : Tuesday, 29 November, 2022 at 4:13 PM, Count : 2645

বর্তমান ডেস্ক: শীত আসা মানেই ভ্রমণপিপাসুদের হাইকিং আর ক্যাম্পিং এর ভূত চাপা। রোমাঞ্চ যেখানে সেখানে আতঙ্ক থাকবেই। আর পাহাড়ে দূর্ঘটনা নতুন কিছু কি? নিরাপদে পাহাড়ে ভ্রমণ সাঙ্গ করার জন্য কিছু সতর্কতা অবলম্বন করতেই হবে। এই যেমন -

পাহাড়ের আবহাওয়া জেনে নিন। আবহাওয়ার কারণে রাস্তাঘাট পিচ্ছিল হতে পারে। তাই আগে থেকেই পরিস্থিতি বুঝে নেওয়া জরুরি। শীতে হাইকিং এর জন্য উপযুক্ত পোশাক নির্বাচন জরুরি। পাহাড়ের শীতের সঙ্গে শহরের শীতের তুলনা করবেন না ভুলেও। ক্লান্তিকর হাইকিং-এর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আরামদায়ক পোশাক নির্বাচন করুন।

শীতে উপযুক্ত পোশাক নির্বাচন করা এই নয় যে লাগেজ ভর্তি করে যাত্রা করবেন। ব্যাগে প্রয়োজনীয় গ্যাজেট আর কয়েকটি জামা নিলেই হয়। ভারসাম্যের দিকে নজর দিন।

হাইকিং এর সময় শর্টকাট নেওয়ার মানে নেই। অনেক সময় এসব রাস্তা বেশ বিপজ্জনক হয়। শীতে হাইড্রেটেড থাকা খুব জরুরি। পর্যাপ্ত খাবার এবং রিফিলযোগ্য পানির বোতল সঙ্গে রাখুন। খাবারে কোনো আপোষ করবেন না।

সূর্যের অতিরিক্ত তাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। চোখে এক জোড়া সানগ্লাস ও সানস্ক্রিন রাখা জরুরি। পাহাড়ি রাস্তায় পোকামাকড়ের উপদ্রব অস্বাভাবিক কিছু নয়। তাই সঙ্গে পোকা নিরোধক ওষুধ রাখবেন। পাহাড়ে স্থানীয়দের সাহায্য নেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করবেন না।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft