শিরোনাম: |
ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টা জাবিতে পাঁচজন আটক
|
আটককৃতরা হলেন- মো. মোর্শেদ আলম জামাল, সোয়েব আলম, মাহবুবুর রহমান, মনিরুল ইসলাম ও আশিক কবির। এদের মধ্যে মোর্শেদ আলম জামাল ও কোচিং ব্যবসায়ী সোয়েব আলম ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের টাকার বিনিময়ে প্রশ্নের উত্তর দেন বলে স্বীকার করেন। খোঁজ নিয়ে জানা যায়, রোববার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ৫-৬ জন ব্যক্তি এক পরীক্ষার্থীকে নিয়ে জটলা বেঁধেছে বলে নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি রিজু মোল্লা তাদের গতিবিধি সন্দেহ করে আশপাশে অবস্থানরত সাংবাদিকদের খবর দেন। এরপর বিকেল ৫টার দিকে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে এলে সাংবাদিকরা জালিয়াতদের ধরিয়ে দেয়। পরে তাদের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে জালিয়াতির চেষ্টা সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা বলেন, সব বিষয় খতিয়ে দেখে জিজ্ঞাসাবাদ শেষে জালিয়াতি চক্রের ৫ জনকে পুলিশে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী মামলা করা হবে। চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। |