শিরোনাম: |
শুরু হচ্ছে আন্তর্জাতিক অভিনয় উত্সব
|
শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উত্সবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনের পর পালাগান ‘অতুলা সুন্দরী’ পরিবেশন করবেন ইসলাম উদ্দিন পালাকার ও তার দল। একই সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে শব্দ নাট্যচর্চা কেন্দ্র প্রযোজনা ‘বীরাঙ্গনার বয়ান’। উত্সব উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়োজন করে আইটিআই বাংলাদেশ কেন্দ্র। এ সময় উত্সবের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন আইটিআই’র বিশ্ব (সাম্মানিক) সভাপতি রামেন্দু মজুমদার এবং বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ। এ সময় জানানো হয় উত্সবে ৯ ডিসেম্বর পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে ধ্রুপদী অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন স্কুল প্রযোজনা ‘নভেরা’ এবং স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে স্বপ্নদল প্রযোজনা ‘হেলেন কেলার’। ১০ ডিসেম্বর পরীক্ষণ থিয়েটার হলে চীনের গুয়াংজো গাঁওজিয়া অপেরা ট্রুপ মঞ্চস্থ করবে ‘দ্য গভর্নমেন্ট ইন্সপেক্টর’। একই সন্ধ্যায় স্টুডিও থিয়েটার হলে থাকবে সাধনা প্রযোজনা ‘সীতার অগ্নিপরীক্ষা’। ১১ ডিসেম্বর পরীক্ষণ থিয়েটার হলে থাকবে ভিয়েতনামের লে নক থিয়েটার প্রযোজনা ‘দ্য মিস্ট্রেস অব দ্য ইন’। ১২ ডিসেম্বর পরীক্ষণ থিয়েটার হলে কলকাতার আমতা পরিচয় মঞ্চস্থ করবে ‘এলাদিদি’। ১৩ ডিসেম্বর পরীক্ষণ থিয়েটার হলে পদাতিক নাট্য সংসদ (টিএসসি) মঞ্চস্থ করবে ‘গহনযাত্রা’। ১৪ ডিসেম্বর পরীক্ষণ থিয়েটার হলে ভারতের উইংস থিয়েটার মঞ্চস্থ করবে ‘হেলেন’ এবং ১৫ ডিসম্বের উত্সবের সমাপণী সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার হলে ঢাকা থিয়েটার মঞ্চস্থ করবে ‘পঞ্চনারী আখ্যান’। |