বিনোদন প্রতিবেদক : ম্যাক্স গ্রুপ নিবেদিত
‘বিজয়ের লাল সবুজের
মহোত্সবের ৬ষ্ঠ দিন কবিদের স্বকণ্ঠে আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৬ দিনব্যাপী
এই অনুষ্ঠানের ৬ষ্ঠ দিন ৬ ডিসেম্বর অনুষ্ঠিত দেশের খ্যাতমান কবিদের স্বকণ্ঠে
স্বরচিত কবিতা আবৃত্তির অনুষ্ঠান
‘ঘরে ঘরে দুর্গ’। সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা
ইনস্টিটিউট মিলনায়তনে বিকেল ৫টায় অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন সরকারের মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি
অ্যাড. মীর শওকত আলী বাদশা। অনুষ্ঠানে আরও উপস্থিত
ছিলেন ওয়ান মোর জিরো কমিউনিকেশনস ও গানবাংলার প্রধান উপদেষ্টা এর প্রধান দেলোয়ার
হোসেন রাজা। এ আয়োজনে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কবি
মাহবুবুল হক শাকিলের।
তার আকস্মিক প্রয়াণে অনুষ্ঠানে তার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এই
অনুষ্ঠান মাহবুবুল আলম শাকিলকে উত্সর্গ করা হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি
করেন, নির্মলেন্দু গুণ, হাবিবুল্লাহ সিরাজি,
মো:সামাদ,
তারিক সুজাত, অসীম সাহা,
কাজী রোজি, আসাদ চৌধুরী, নূরুুল হুদা, রবিউল হুসাইন, আসলাম সানী, সাখাওয়াত্ আল মামুন, অঞ্জন সাহা প্রমুখ।