শিরোনাম: |
চেন্নাইয়ে ভারতের শেষ টেস্ট নিয়ে সংশয়
|
সেই ধারাবাহিকতায় চেন্নাইয়ে এই টেস্টটি হওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) টেস্টের ভেন্যু পরিবর্তন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। বোর্ডের সচিব অজয় শিরকে জানিয়েছেন আয়োজক অ্যাসোসিয়েশনের কাছ থেকে ইতোমধ্যেই এ ব্যাপারে মতামত জানতে চেয়েছেন তারা। আর সেখানকার সার্বিক অবস্থা কাছ থেকে দেখা হচ্ছে। তাই এখনও ভেন্যু নিয়ে বদলি কোনো চিন্তা তারা মাথায় আনেনি। সিদ্ধান্ত না নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শিরকে বলেছেন, ‘সিদ্ধান্তটি পুরোপুরি স্পর্শকাতর। আমরা সবকিছুতেই খেয়াল রাখছি। ওদের অ্যাসোসিয়েশনের সঙ্গেও যোগাযোগ রাখছি। ওখানকার জনগণের মন-মানসিকতার বিষয়টি মাথায় রাখা হচ্ছে। এর ভিত্তিতেই পরে সিদ্ধান্ত নেয়া হবে।’ যদিও এ ব্যাপারে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে তারা টেস্টটি হোস্ট করতে তৈরি। কারণ ম্যাচটি হবে ১৬ ডিসেম্বর। এই সময়ের মাঝে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে দেখে এখনও টেস্ট আয়োজনে ইতিবাচক আছে তামিলনাড়ু। যদিও পরিস্থিতি বুঝা যাবে রাজ্যের শোক পালনের পরেই! |