শিরোনাম: |
কাতারে একাই ঘুমাবেন মেসি
|
![]() তাদের দাবি, বিশ্বকাপে একাই এক রুমে থাকছেন মেসি। সাধারণত ফুটবলাররা বড় টুর্নামেন্টে নিজস্ব ব্যক্তিগত রুম পেয়ে থাকেন। তবে মেসি সব সময়ই এর ব্যতিক্রম ঘটিয়েছেন। সেই যুবদলে খেলার সময় থেকেই তিনি সোর্হিও আগুয়েরোর সঙ্গে নিজের কক্ষ শেয়ার করে আসছিলেন। দুজনে ছিলেন দীর্ঘদিনের রুমমেট। কিন্তু কাতার বিশ্বকাপে নেই আগুয়েরো। তাই মেসি একাই রুমে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কাতার ইউনিভার্সিটির রুম নম্বর বি-২০১-এ থাকছেন মেসি। প্রতিবেদনে বলা হয়েছে, 'এই প্রথমবার মেসি কোনো ফিফা টুর্নামেন্টে সতীর্থের সঙ্গে রুম শেয়ার না করে একাই ঘুমাবেন। রুম নম্বর বি-২০২-এ আছেন রদ্রিগো এবং ওতামেন্দি। মেসির রুমের ঠিক উল্টো দিকে বি-২০৪-এ আছেন ডি মারিয়া এবং পারেদেস। ' উল্লেখ্য, বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল। ইউএই-কে ৫-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচে মেসি ৯০ মিনিটই মাঠে ছিলেন। |